আজ বিধানসভায় গুরুত্বপূর্ণ বিল পেশ

Must read

প্রতিবেদন : আজ সোমবার বিধানসভায় (West Bengal Assembly) দ্য ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশন বিল (আমেন্ডমেন্ট) ২০২২ পেশ করা হবে। প্রথম অর্ধে প্রশ্নোত্তর-মেনশন-জিরো আওয়ারের পর দ্বিতীয়ার্ধে বিলটি পেশ হবে৷ এটির মূল উদ্দেশ্য, কলকাতা এবং হাওড়া কর্পোরেশন ছাড়া রাজ্যের বাকি কর্পোরেশনগুলিতে দু’জন করে ডেপুটি মেয়র থাকবে। কাজে গতি আনতে ও নজরদারির সুবিধার জন্য এই ব্যবস্থা রাখা হচ্ছে। এতে স্বচ্ছতাও বজায় থাকবে। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বললেন, এখন পুরসভা এলাকায় লোকসংখ্যা ও চাপ দুটোই অনেক বেড়ে গিয়েছে। ফলে মেয়রের একার পক্ষে পুরো চাপ নিয়ে কাজ করার থেকে কাজের ডিস্ট্রিবিউশন জরুরি হয়ে পড়েছে। এতে কাজের চাপও কমবে আর পরিষেবাতেও গতি আসবে। পুর ও নগরোয়ন্নয়ন মন্ত্রী হিসেবে বিলটি পেশ করবেন ফিরহাদ হাকিম। এরপর বিলের ওপর আলোচনা হবে। চলতি সপ্তাহের শুক্রবার বিধানসভায় (West Bengal Assembly) নবনির্মিত লাইব্রেরি কাম মিউজিয়ামের উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-বিজেপি শাসিত মধ্যপ্রদেশে আইসিইউতে গরুর তাণ্ডব

Latest article