জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন বঙ্গীয় ঘরানার চিত্র ও কার্টুনশিল্পী। ১৮৬৭ সালের ১৮ সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন। শুরু থেকেই গগনেন্দ্রনাথের ছবি বেঙ্গল স্কুল ঘরানার বাইরের ছিল। তিনি কিছুদিন ছবি আঁকা শিখেছিলেন হরিনারায়ণ বসুর কাছে। ১৯০৫ থেকে ১৯১০-এর মধ্যে চাইনিজ ইঙ্কে কাকের ছবি আঁকেন। বাঁশের পাতার ছবিও তিনি এঁকেছিলেন। জাপানি কালি-তুলি ছবির ব্যবহার করেছেন করেছেন তিনি তার ছবিগুলিতে।
আরও পড়ুন-গগনেন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য
গগনেন্দ্রনাথের সাহিত্যচেতনার প্রমান রয়েছে ‘ভোঁদড় বাহাদুর’ নামে প্রকাশিত বইটিতে। সব মিলিয়ে তিনিও যে ঠাকুর বাড়ির অন্যতম শিল্পী ছিলেন সেই বিষয়ে সন্দেহ নেই। তাঁর জন্মদিবসে বাংলার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়ার পেজে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন।