প্রতিবেদন : সকাল-সন্ধে রাজ্যজুড়ে শীতের আমেজ। শহর ও শহরতলি ছাড়িয়ে জেলার দিকে গেলে ঠান্ডার দাপট আরও বেশি। মঙ্গলবারও কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় দিনেরবেলা তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। তবে রাতে তাপমাত্রা কম থাকবে।
আরও পড়ুন-সেতুর কাজ দেখলেন মন্ত্রী
২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই থাকবে রাতের তাপমাত্রা। মঙ্গলবার থেকে শহরের দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে শুরু করবে। রাতের তাপমাত্রা প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলেই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী দু’থেকে তিনদিন উত্তরবঙ্গে শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া বজায় থাকবে। মাঝেমধ্যে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা আপাতত নেই।