সংবাদদাতা, আলিপুরদুয়ার : বনরক্ষায় বন দফতরের পাশাপাশি জঙ্গল লাগোয়া বাসিন্দাদের একটি বিরাট ভূমিকা রয়েছে। তাঁদের যদি ঠিকভাবে সে বিষয়ে সচেতন করা যায় ও তাঁদের সাহায্য নেওয়া যায়, তাহলেই ঠিকভাবে রক্ষা হবে বনাঞ্চল। সেই লক্ষ্যেই সম্প্রতি আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের পূর্বশালবাড়ি জুনিয়র হাইস্কুলে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ভলকা রেঞ্জের উদ্যোগে স্থানীয় পড়ুয়াদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা হয়।
আরও পড়ুন-উৎসাহের সঙ্গে জেলা জুড়ে পালিত বিশ্ব মৎস্যজীবী দিবস
এটা পাঁচটা সাধারণ অঙ্কন প্রতিযোগিতার মতো ছিল না। এটি ছিল বন্যপ্রাণ রক্ষা এবং সংরক্ষিত বনাঞ্চল রক্ষার বিষয়ের উপর। স্থানীয় ছাত্রছাত্রীরা যে সংশ্লিষ্ট বিষয়ে অনেক কিছু জানে, তা তাদের ছবির মধ্যে দিয়ে ফুটে উঠেছে। তারা নিজেদের মতো করে এঁকেছে গ্রাম, ধানক্ষেত, হাতি, গাছ ইত্যাদি। কেউ এঁকেছে ধানখেতে হাতি এলে তার ক্ষতি না করে তাড়ানোর পদ্ধতি ইত্যাদি। তাদের ভাবনা প্রশংসা কুড়িয়েছে বন দফতরের। এই বয়স থেকেই বন দফতর তাদের মাথায় বনাঞ্চল ও বন্যপ্রাণী রক্ষার যে বীজ বপন করে দিয়েছে, তা আগামীতে মহীরুহে পরিণত হয়ে বনরক্ষা করে পরিবেশ বাঁচাতে সাহায্য করবে।