উৎসাহের সঙ্গে জেলা জুড়ে পালিত বিশ্ব মৎস্যজীবী দিবস

রাজ্যের অধিকাংশ মৎস্যজীবীর বাস দুই ২৪ পরগনা ও মেদিনীপুরে। সেকারণে এই তিন জেলায় মৎস্যজীবীরা এই দিনটি পালন করেন।

Must read

সুস্মিতা মণ্ডল, ডায়মন্ড হারবার: প্রবল উৎসাহ-উদ্দীপনায় জেলা জুড়ে পালিত হল বিশ্ব মৎস্যজীবী দিবস। ১৯৯৭ সালের ২১ নভেম্বর দেশের ৩২টি মৎস্যজীবী ইউনিয়নের সদস্যরা তাঁদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে দিল্লিতে একত্রিত হয়েছিলেন। তারপর থেকে প্রতি বছর এই দিনটি বিশ্ব মৎস্যজীবী দিবস হিসাবে পালন করেন মৎস্যজীবীরা। রাজ্যের অধিকাংশ মৎস্যজীবীর বাস দুই ২৪ পরগনা ও মেদিনীপুরে। সেকারণে এই তিন জেলায় মৎস্যজীবীরা এই দিনটি পালন করেন।

আরও পড়ুন-স্বাস্থ্যসাথী ফেরালেই বাতিল লাইসেন্স

‘জাল যার, জল তার’ স্লোগানকে সামনে রেখে দিনটি পালিত হল। এছাড়াও জলদূষণ রোধ, মৎস্যজীবীদের একাধিক সমস্যা দূর করতেও দিনটি পালিত হয়। দেশের অ্যান্য অংশের সঙ্গে তাল মিলিয়ে দক্ষিণ ২৪ পরগনাতেও দিনটি পালিত হয়েছে। ডায়মন্ডহারবার পোর্ট কমিশন খালে এই উপলক্ষে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাতে শতাধিক মৎস্যজীবী যোগ দেন। বিশেষ অতিথি ছিলেন পুরপ্রধান রাজর্ষি দাস ও অন্যরা। অনুষ্ঠানে মৎস্যজীবীদের হাতে শংসাপত্রও প্রদান করা হয়। এ নিয়ে রাজর্ষি জানান, মৎস্যজীবীদের পাশে ডায়মন্ডহারবার পুরসভা সবসময় আছে। তাঁদের সুরক্ষার দিকটিও দেখা হচ্ছে। আগামীতে এটি মিনি ফিশিং ল্যান্ড হিসাবে গড়ে তোলার একটি পরিকল্পনা করা হচ্ছে।

Latest article