প্রতিবেদন : কেন্দ্রীয় প্রকল্প নিয়ে সোমবার বিধানসভায় তোপ মেয়র ফিরহাদ হাকিমের (Mayor Firhad Hakim)। তাঁর (Mayor Firhad Hakim) প্রশ্ন, প্রকল্পে প্রধানমন্ত্রীর নাম লেখা থাকলে আমাদের মুখ্যমন্ত্রীর নামও থাকবে। জলজীবন মিশনে জমিতেও ৫০ শতাংশ টাকা দেয় রাজ্য। গ্রামীণ সড়ক যোজনাতেও রাজ্যের টাকা রয়েছে। কোন সাহসে আমাদের দেওয়া টাকাই ওরা আটকায়? শুধু এবছরই ৫০ হাজার কোটি জিএসটি রাজ্য থেকে নিয়ে গিয়েছে। তবুও টাকা দিচ্ছে না। প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্য দেয় ৫৭%, কেন্দ্র ৪৩%। গ্রামীণ এলাকায় কেন্দ্র দেয় ৪০%, রাজ্য ৬০%। কলকাতা শহরে কেন্দ্র দেয় ২৫%, রাজ্য ৭৫%। স্বচ্ছ ভারতে রাজ্য দিচ্ছে ৫০%। তাহলে তোমার নাম রাখব, রাজ্যের নাম কেন থাকবে না? সবটাই তো বাংলার টাকা।
আরও পড়ুন-তৃণমূলের প্রতিবাদে উত্তাল শিলিগুড়ি