রাস্তার ধারে একটি শৌচাগার পরিষ্কার করতে গিয়ে সাফাই কর্মীর চোখে পড়ে একটি মানব ভ্রূণ। ঘটনাটি জোড়াবাগান থানা এলাকার শশী সুর লেনের। এই ঘটনাকে কেন্দ্র করে উঠেছে প্রশ্ন। আর সেই সব প্রশ্নের উত্তর পেতে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন-অসম-মেঘালয় সীমান্তে সন্ত্রাসের ফলে বাড়ছে মৃতের সংখ্যা, একাধিক জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা
সোমবার সকালে শৌচাগার পরিষ্কার করতে গিয়ে পুরসভার সাফাই কর্মী দেখতে পান শৌচাগারের মধ্যে রক্তাক্ত অবস্থায় কুণ্ডলী পাকিয়ে কিছু একটা পড়ে আছে। সে চিৎকার করে এবং সেই শুনে ছুটে আসেন আশেপাশের লোকজন। পরে বোঝা যায় সেটা মানব ভ্রূণ।
আরও পড়ুন-এবার তেলেঙ্গানার শ্রমমন্ত্রীর বাড়িতে আয়কর হানা, বিজেপিকেই নিশানা মুখ্যমন্ত্রী কেসিআরের
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ভ্রূণটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। জানা গিয়েছে ভ্রূণটি পুত্র সন্তানের। ভ্রূণটির বয়স ৩ মাস। কন্যাসন্তানের ভ্রূণ নষ্ট করার অভিযোগ নতুন নয়। পুত্র সন্তানের ভ্রূণ নষ্ট করা নিয়ে থেকে যাচ্ছে অনেক প্রশ্ন। কীভাবে এই ভ্রূণ সেখানে এল সেটা জানতে আশেপাশের মানুষদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ও সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।