এবার তেলেঙ্গানার শ্রমমন্ত্রীর বাড়িতে আয়কর হানা, বিজেপিকেই নিশানা মুখ্যমন্ত্রী কেসিআরের

Must read

তেলঙ্গানার শ্রমমন্ত্রী তথা তেলঙ্গানা রাষ্ট্রীয় সমিতির নেতা মাল্লা রেড্ডির (Malla Reddy) বাড়িতে হানা দিলেন আয়কর দফতরের আধিকারিকরা। মঙ্গলবার সকালে আয়কর দফতরের প্রায় ১৭০ জন আধিকারিক শ্রমমন্ত্রীর বাসভবনে তল্লাশি অভিযান শুরু করেন। তল্লাশি শুরু হয় মাল্লা রেড্ডির ছেলে মহেন্দ্র রেড্ডি এবং জামাই মাররি রাজশেখর রেড্ডির কলেজেও। তবে এদিনের ঘটনায় বিজেপির রাজনৈতিক প্রতিহিংসাকেই কাঠগড়ায় তুলেছে টিআরএস শীর্ষ নেতৃত্ব। টিআরএস-এর অভিযোগ, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে বিজেপিএমন কুৎসিত রাজনীতি শুরু করেছে। তবে এসব করে লাভের লাভ কিছুই হবে না।

আরও পড়ুন: ‘রাগের মাথায় শ্রদ্ধাকে খুন’, আদালতে আফতাবের সাফাই

মঙ্গলবার সকালে আয়কর দফতরের অন্তত ৫০টি দল একসঙ্গে তল্লাশি অভিযানের কাজ শুরু করে। ১৫০ থেকে ১৭০ জন আয়কর আধিকারিক বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছেন। মাল্লা রেড্ডি (Malla Reddy) গোষ্ঠীর একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সেই সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে। তা সরেজমিনে মিলিয়ে দেখতেই মঙ্গলবার সাতসকালে ময়দানে নেমে পড়েছেন আয়কর দফতরের আধিকারিকরা। গোটা অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানা জুড়ে মাল্লা রেড্ডি গোষ্ঠীর একাধিক মেডিক্যাল কলেজ, ডেন্টাল কলেজ এবং হাসপাতালে জারি রয়েছে তল্লাশি। পাশাপাশি তল্লাশি চলছে একটি অভিজাত ইঞ্জিনিয়ারিং কলেজেও।

এদিকে, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও‌ বিজেপির দিকেই সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন। তাঁর অভিযোগ, ভোটের লড়াইয়ে পেরে উঠবেনা বুঝেই বিজেপি কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে অকারণে হেনস্থা করছে। তবে এসব করে কিছুই লাভ হবে না।

Latest article