সংবাদদাতা, আলিপুরদুয়ার : ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে জমিতে রয়েছে পাকা ধান। কিছুদিন পরেই এই ফসল উঠবে কৃষকের গোলায়। কিন্তু এই ধান সাবাড় করতে জঙ্গল থেকে বিনা নিমন্ত্রণে চলে আসে হাতির দল। আর এই হাতির থেকে ফসল বাঁচাতে জমিতে বিদ্যুতের সংযোগ দিয়ে রাখেন অনেক কৃষক। যার ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিমৃত্যুর ঘটনাও ঘটেছে ডুয়ার্সের নানা জায়গায়। তাই এবার ফসল পাকতে শুরু করতেই, আগাম সতর্কতা হিসেবে সচেতনতার প্রচার শুরু করল দলগাঁও রেঞ্জ।
আরও পড়ুন-কেন্দ্রীয় মন্ত্রীর গ্রেফতারির দাবিতে ফ্লেক্স
বনবস্তি এলাকায় বিদুৎস্পৃষ্ট হয়ে হাতিমৃত্যু রুখতেই এই প্রচার শুরু করেছে বন দফতর। মঙ্গলবার বন দফতরের দলগাঁও রেঞ্জের তরফে এই প্রচার চালানো হয়। জমিতে বিদ্যুৎ সংযোগ না করার ব্যাপারে এদিন বনবস্তির বাসিন্দাদের সচেতন করা হয়। সেই সঙ্গে নির্দেশ অমান্য করলে আইনি পদক্ষেপ করা হবে বলে এদিন বাসিন্দাদের সতর্কও করেছে বন দফতর। এদিন ফালাকাটা ব্লকের তাসাটি দলগাঁও-সহ বেশ কিছু এলাকায় এই প্রচার চালানো হয়।