বিরোধী দলনেতার মিথ্যাচারের জবাব, আইনি নোটিশ সুপ্রকাশের

তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলার যুব সভাপতি সুপ্রকাশ গিরির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে রীতিমতো বিপাকে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

Must read

সংবাদদাতা, কাঁথি : তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলার যুব সভাপতি সুপ্রকাশ গিরির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে রীতিমতো বিপাকে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তাঁকে আইনি নোটিশ পাঠালেন সুপ্রকাশ। গত সপ্তাহে পূর্ব মেদিনীপুরে অখিল গিরির এলাকা রামনগরের এক সভায় অখিল ও তাঁর পুত্র সুপ্রকাশের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিস্ফোরক অভিযোগ তোলেন শুভেন্দু।

আরও পড়ুন-বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু রুখতে প্রচার

তারই প্রতিক্রিয়ায়, এদিন তাঁকে পাল্টা আক্রমণ করেন কাঁথির উপপ্রধান সুপ্রকাশ। বলেন, ‘‘একজন (শুভেন্দু) ওপেন ইউনিভার্সিটি থেকে পাশ করা ছেলে, যাঁর কোনও শিক্ষাদীক্ষা নেই, অপরকে দোষারোপ করছেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, শুভেন্দু অধিকারী নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন। সেই সার্টিফিকেট তৈরি করতে গিয়েও জালিয়াতি করেছেন। ২০০৭ সালে পরীক্ষা দেওয়ার জন্য ওঁর হয়ে অন্য একজন পশ্চিম মেদিনীপুরে বেলদায় পরীক্ষা দিতে গিয়েছিলেন। আমি যে কলেজে পড়াশোনা করেছি, উনি সেই কলেজের নাম শুনেছেন নাকি জানি না! কলকাতার আশুতোষ কলেজ থেকে স্নাতক। পোস্ট গ্র্যাজুয়েটে ম্যানেজমেন্ট করেছি। মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করতাম। শুভেন্দুবাবু জানবেনই বা কী করে! শিক্ষাদীক্ষা ওঁর মধ্যে আসবে না। ছোটবেলা থেকেই তোলাবাজিতে যুক্ত। আমি গ্র্যাজুয়েশন করেছি ২১ বছর বয়সে। শুভেন্দু ৩৭ বছর বয়সে। ৩৭ বছর বয়সে গ্র্যাজুয়েট হওয়াটা সাধারণত ব্যাতিক্রম। আমি ওঁকে ওপেন চ্যালেঞ্জ করছি, যদি সৎসাহস থাকে তবে সার্টিফিকেট দেখান। আমি ওঁর সামনে সার্টিফিকেট নিয়ে বসতে রাজি আছি।’’

Latest article