প্রতিবেদন : আমতা বিধানসভা এলাকায় রূপনারায়ণ ও মুণ্ডেশ্বরীর ভাঙন রুখতে সেচ দফতরের তরফে ১৫ কোটি টাকার কাজ চলছে। ৫০ শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছে। বাকি কাজও দ্রুত হবে। মঙ্গলবার আমতার বিধানসভায় আমতার বিধায়ক সুকান্ত পালের এক প্রশ্নের উত্তরে একথা জানান সেচমন্ত্রী পার্থ ভৌমিক।
আরও পড়ুন-বিরোধী দলনেতার মিথ্যাচারের জবাব, আইনি নোটিশ সুপ্রকাশের
আমতা দ্বীপাঞ্চল এলাকায় ভাঙন রুখতে রূপনারায়ণ ও মুণ্ডেশ্বরীর বাঁধ সংস্কারে সেচ দফতরের তরফে কী কাজ হচ্ছে সেই ব্যাপারে বিধানসভার প্রশ্নোত্তর পর্বে সেচমন্ত্রীকে প্রশ্ন করেন আমতার বিধায়ক সুকান্ত। তার উত্তরে সেচমন্ত্রী ওই কথা জানান। সেচমন্ত্রীর উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন আমতার বিধায়ক সুকান্ত। তিনি জানান, ‘‘কাজ শেষ হয়ে গেলে দ্বীপাঞ্চল এলাকার কয়েক হাজার মানুষ উপকৃত হবেন।’’