প্রতিবেদন : সাঁতরাগাছি (satragachi) সেতু (bridge) মেরামতির জন্য সেতুর ওপর যানজট হবে, এমনটাই শঙ্কা করা হচ্ছিল। কিন্তু হাওড়া সিটি পুলিশের (Howrah City Police) একাধিক পদক্ষেপ নেওয়ার জেরে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। নজরদারির কাজে তারা সাহায্য নিচ্ছে ড্রোনের। রাতে সেতু পুরোপুরি বন্ধ থাকলেও, দিনের বেলায় একটা দিক খুলে রাখা হচ্ছে। তাতে গাড়ির চাপ বাড়ছে।
আরও পড়ুন-উদাসীন কেন্দ্র, ভাঙন প্রকট হচ্ছে
সোমবার সপ্তাহের প্রথম দিন যানজট হলেও মঙ্গলবার পরিস্থিতি প্রায় স্বাভাবিক, সেটা অনেকটা ড্রোনের সৌজন্যে বলা চলে। ড্রোন মারফত খবরের ভিত্তিতে দশ মিনিট অন্তর দু’দিকের গাড়ি ছেড়ে পরিস্থিতি অনেকটাই সামাল দেওয়া যাচ্ছে বলে হাওড়া সিটি পুলিশ জানিয়েছে।