প্রতিবেদন : মঙ্গলবার দুপুরে ফের উত্তপ্ত কলেজ স্ট্রিট চত্বর। কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে এদিন বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে গুন্ডামি করল বামপন্থী ছাত্ররা। বহিরাগতদের নিয়ে এসে গোটা এলাকা জুড়ে দীর্ঘক্ষণ তাণ্ডব চালাল এসএফআই। ক্লাস চলাকালীন এসএফআই সমর্থকদের এই গুন্ডামির প্রতিবাদ করতে গিয়ে মার খেলেন টিএমসিপি সমর্থক এক পড়ুয়া। টিএমসিপি-র তরফে বামপন্থী ছাত্রদের ব্যানারে বহিরাগতদের এই তাণ্ডবের তীব্র নিন্দা করা হয়েছে। পরে তাঁরা থানায় লিখিত অভিযোগও দায়ের করেন।
আরও পড়ুন-পর্ষদের তরফে ১৬ দফার নির্দেশিকা, ইন্টারনেট বন্ধের আবেদন, টেট পরীক্ষাকেন্দ্রে জারি থাকবে ১৪৪ ধারা
ঘটনার তীব্র নিন্দা করে টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, এদিন ক্লাস চলাকালীন এসএফআইয়ের নাম করে একদল বহিরাগত ক্যাম্পাসে ঢুকে পড়ে। ক্লাসে ঢুকে তারা ক্লাস বানচাল করারও চেষ্টা করে। তখন এক টিএমসিপি সমর্থক তাদের বাধা দিলে তাঁকে মারধর করে ওই বহিরাগতরা। এরপর স্থানীয় জোনাল অফিস থেকে আরও কয়েকজন এসএফআইয়ের পতাকাধারী বহিরাগত এসে ক্যাম্পাসের বাইরে স্থায়ী উপাচার্যের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে।
আরও পড়ুন-খনিদুর্ঘটনা নিয়ে ছবি আসানসোলে
রাজ্য সরকার যখন শিক্ষাক্ষেত্রে শান্তি শৃঙ্খলা ফেরাতে বদ্ধপরিকর তখন এসএফআইয়ের এই গুন্ডামির তীব্র নিন্দা করছে সবমহল। এই ঘটনার জেরে অবরুদ্ধ হয় কলেজ স্ট্রিট। গার্ডরেল দিয়ে বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীদেরও মারধর করে তারা। এরপর ক্যাম্পাসের প্রধান ফটক পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। শিক্ষাঙ্গনকে এদিন যেভাবে কলুষিত করার চেষ্টা করেছে বামপন্থী গুন্ডারা তার নিন্দা করেছে টিএমসিপি।