কাতার বিশ্বকাপ বয়কটের ডাক বিজেপি নেতার

ঘটনার জেরে বিশ্বকাপ বয়কটের ডাক দিলেন গোয়ার বিজেপি নেতা স্যাভিও রড্রিগেজ। যদিও কাতার ভারতের বন্ধু দেশ হিসেবেই পরিচিত।

Must read

প্রতিবেদন : এবার বিশ্বকাপ ফুটবলের আসর বসেছে কাতারে। বিশ্বকাপ ফুটবলের আসরে উপস্থিত থাকার জন্য ইসলামি ধর্মপ্রচারক জাকির নায়েককে আমন্ত্রণ জানিয়েছে কাতার। বিশ্বকাপের সময় একাধিক ধর্মীয় ভাষণ দেবেন জাকির। এই ইসলামি ধর্ম প্রচারককে আমন্ত্রণ জানানো নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

আরও পড়ুন-রণক্ষেত্র কলকাতা বিশ্ববিদ্যালয়, বিক্ষোভের নামে এসএফআই হামলা

ঘটনার জেরে বিশ্বকাপ বয়কটের ডাক দিলেন গোয়ার বিজেপি নেতা স্যাভিও রড্রিগেজ। যদিও কাতার ভারতের বন্ধু দেশ হিসেবেই পরিচিত। জাকিরকে আমন্ত্রণ জানানোর প্রসঙ্গে রড্রিগেজ বলেন, গোটা বিশ্বের মানুষ বিশ্বকাপ ফুটবল দেখেন। অনেকেই বিশ্বকাপ দেখতে আয়োজক দেশে যান। ফুটবলের এই মহান আসরে জাকিরের মতো একজনকে আমন্ত্রণ জানানো হল। যখন গোটা বিশ্ব কট্টরপন্থী সন্ত্রাসবাদের সঙ্গে লড়াই করছে সে সময় জাকিরের মতো কট্টরপন্থীদের আমন্ত্রণ জানানো যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমি ভারতীয়দের এবং গোটা বিশ্বজুড়ে যাঁরা সন্ত্রাসবাদের শিকার হয়েছেন তাঁদের সকলকেই বিশ্বকাপ বয়কট করার আহ্বান জানাচ্ছি।

আরও পড়ুন-পর্ষদের তরফে ১৬ দফার নির্দেশিকা, ইন্টারনেট বন্ধের আবেদন, টেট পরীক্ষাকেন্দ্রে জারি থাকবে ১৪৪ ধারা

জাকিরকে আক্রমণ করে বিজেপি নেতা আরও বলেন, ভারতীয় আইনে জাকির নায়েক একজন অপরাধী। উসকানিমূলক বক্তব্য রেখে হিংসা ছড়ানো এবং অর্থ তছরুপের মতো মামলা রয়েছে তার বিরুদ্ধে। সে নিজেই একজন জঙ্গি। কুখ্যাত জঙ্গি ওসামা বিন লাদেনকে সমর্থন করেছিল জাকির নায়েক। উল্লেখ্য, ২০১৬ সালে জাকিরের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছিল ভারত সরকার। বিভিন্ন ধর্মের মধ্যে শত্রুতা, ঘৃণা ও হিংসা ছড়ানোর অভিযোগ উঠেছিল জাকিরের বিরুদ্ধে। গ্রেফতারি এড়াতে ভারত থেকে মালয়েশিয়ায় পালিয়ে গিয়েছিল এই ইসলামি ধর্ম প্রচারক। চলতি বছর মার্চে জাকিরের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

Latest article