ম্যানেজমেন্টের জন্য নতুন বিশ্ববিদ্যালয় এবার উত্তরবঙ্গে

Must read

প্রতিবেদন : রাজ্যের সার্বিক উন্নয়নই পাখির চোখ মুখ্যমন্ত্রীর। তাঁর কাছে উত্তর- দক্ষিণবঙ্গের মধ্যে কোনও ভেদাভেদ নেই বলে স্পষ্ট ভাষায় জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই কথার প্রতিফলনে এবার পুরদস্তুর ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয় (Management University- Bratya Basu) পাচ্ছে উত্তরবঙ্গ। বিধানসভায় একথা ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবার বিধানসভায় শিক্ষামন্ত্রী জানিয়েছেন এই বিশ্ববিদ্যালয় তৈরিতে খরচ হবে আনুমানিক প্রায় ৬৩ কোটি ৬৫ লক্ষ টাকা। রাজ্য সরকার সম্পূর্ণ নিজ উদ্যোগে এই বিশ্ববিদ্যালয় তৈরি করছে বলে জানান তিনি। এদিন বিধানসভার প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী (Management University- Bratya Basu) জানান, মুখ্যমন্ত্রী নিজে এই বিষয়ে উদ্যোগী হয়েছেন। কম্পিউটার সায়েন্স, হোটেল ম্যানেজমেন্ট, নার্সিং, বিমান সেবিকার কোর্স এবং পর্যটন বিষয়েও পাঠ দেওয়া হবে এই বিশ্ববিদ্যালয়ে। একই সঙ্গে ব্রাত্য বসু জানান, এই সরকার সংস্কৃত ভাষার চর্চার দিকেও যথেষ্ট জোর দিয়েছে। পাশাপাশি অন্যান্য ভাষার প্রতিও শ্রদ্ধাশীল রাজ্য সরকার তাই গবেষণার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে ব্রাত্য বসু জানান, আপাতত মহিষাদল রাজ কলেজে অস্থায়ীভাবে ক্লাস শুরু হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বিধি এখনও তৈরি হয়নি। প্রায় ১৭৬ কোটি ৫৬ লক্ষ ২২ হাজার ৫০০ টাকা ব্যয় হবে এই বিশ্ববিদ্যালয় তৈরিতে। বিধায়ক মনোজকুমার ওঁরাওয়ের পড়ুয়া শিক্ষক অনুপাতের সামঞ্জস্য প্রসঙ্গেও নিজের বক্তব্য স্পষ্ট করেন ব্রাত্য বসু। তিনি জানান, শিক্ষক এবং পড়ুয়াদের মধ্যে যাতে সামঞ্জস্য থাকে সেই অনুপাতের দিকে সজাগ দৃষ্টি রাজ্য সরকারের।

আরও পড়ুন-তদন্ত চাইল তৃণমূল কংগ্রেস, মামলা করছেন অভিষেক

Latest article