ব্যুরো রিপোর্ট : রাজ্যজুড়ে শিশুদের ঋতু পরিবর্তনের জ্বরে ছড়িয়েছে আতঙ্ক। জলপাইগুড়ি, মালদহ, পুরুলিয়া, দুর্গাপুরেও থাবা বসিয়েছে এই জ্বর। তবে শিশুদের জ্বর মোকাবিলায় তৎপর স্বাস্থ্য দফতর। জ্বর নিয়ন্ত্রণে আনতে জেলায় জেলায় সচেতনতা বৈঠক করছেন স্বাস্থ্য আধিকারিকরা। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের তরফে জারি করা হয়েছে নির্দিষ্ট গাইডলাইনও। ইতিমধ্যেই উত্তরবঙ্গ-সহ দক্ষিণবঙ্গের সরকারি হাসপাতালগুলি থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বহু শিশু। শিশুরোগ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রতিবছর এসময় জ্বর হয়। অনেকে মরশুমি জ্বর বলেন। এককথায় ভাইরাল ফিভার। তবে এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না জানতে জ্বরে আক্রান্ত শিশুদের রক্ত এবং সােয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানাে হচ্ছে। আতঙ্কের কোনও কারণ নেই।
আরও পড়ুন :ইভিএম নিয়ে ভোট প্রচার
এই ঋতুজ্বরে আক্রান্ত হয়ে গত কয়েকদিন ধরেই বিভিন্ন জেলা থেকে আসছে শিশুমৃত্যুর খবর। জলপাইগুড়ি, মালদহের পর এবার রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সিসিইউ-তে এক শিশুর মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে খবর, মৃত শিশুর নাম রিনা সেন (৮)। হেমতাবাদ থানার বাঙালবাড়ির ইসলামপুর গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে খবর, প্রবল জ্বর ও শ্বাসকষ্টজনিত কারণে দিন তিনেক আগে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়েছিল ওই শিশুকে। শুক্রবার তার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকায় সিসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছিল। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী অধ্যক্ষ বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘শারীরিক অনেক সমস্যা থাকায় শিশুটিকে সবরকম চেষ্টা করেও বাঁচানো যায়নি।’’