ইভিএম নিয়ে ভোট প্রচার

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের হয়ে এবার ভোট প্রচারে পথে নামলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান। জঙ্গিপুর পুরসভার একুশ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করলেন। পাশাপাশি চায়ের দোকান থেকে শুরু করে কাপড়ের দোকানে ইভিএম হাতে জাকির হোসেনের হয়ে প্রচার করলেন৷ করোনাবিধি মেনে জনতার দরবারে জঙ্গিপুর পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান মোজাহারুল ইসলামকে সঙ্গে নিয়ে মন্ত্রী আখরুজ্জামান প্রচারে এককথায় ঝড় তুললেন। বাড়ির মহিলারা মন্ত্রীকে দুয়ারে দেখে পাল্টা অভিনন্দন জানান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার, পাড়ায় পাড়ায় সমাধান, দুয়ারে রেশন ব্যবস্থার সুযোগ সুবিধা সাধারণ মানুষ পেয়েছেন কিনা তা নিয়ে মন্ত্রী জানতে চান।

আরও পড়ুন :“এই তো সবে শুরু…”! বাবুলের তৃণমূল যোগ নিয়ে মুচকি হেসে ছোট্ট প্রতিক্রিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

মন্ত্রীর কথায় সাধারণ মানুষ রীতিমতো উচ্ছ্বাসিত। মহিলাদের কাছে জানতে চান স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করতে কোনও অসুবিধা হয়েছে কিনা? স্বাস্থ্যসাথী কার্ড যাঁরা পেয়েছেন সেই কার্ডের সুযোগ সুবিধা মহিলাদের সহজ ভাষায় বুঝিয়ে দেন। প্রচারের ফাঁকে মন্ত্রী আখরুজ্জামান জানান, জঙ্গিপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী জাকির হোসেন শুধু দ্বিতীয়বারের জন্য বিধায়ক এবার নির্বাচিত হবেন না। আমাদের সকলের অক্লান্ত পরিশ্রমে জঙ্গিপুরবাসীর আশীর্বাদে জাকির হোসেন রাজ্যের মধ্যে রেকর্ড মার্জিনে জয়লাভ করতে চলেছেন। পাঁচবছর জনপ্রতিনিধি হিসাবে যেভাবে জঙ্গিপুরবাসীর বিপদে-আপদে মানুষের আপনজন হয়ে পাশে দাঁড়িয়েছেন এবং লকডাউনে মানুষের দুয়ারে খাদ্যসামগ্রী পৌঁছিয়ে দিয়েছেন, তাতে জঙ্গিপুরবাসী ৩০ সেপ্টেম্বর তাঁদের ঘরের ছেলে জাকির হোসেনকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে দু’হাত তুলে আশীর্বাদ করবেন। বিজেপি ও সংযুক্ত মোর্চার প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত করে রেকর্ড মার্জিনে জয়লাভ করে জঙ্গিপুর কেন্দ্রে বিধায়ক নির্বাচিত হয়ে জাকির হোসেন নজির গড়তে চলেছেন। প্রচারে বেরিয়ে বাড়ি বাড়ি তৃণমূল কংগ্রেস প্রার্থী জাকির হোসেনকে নিয়ে সাধারণ মানুষের উচ্ছ্বাসে তা প্রমাণিত।

Latest article