বৃহস্পতিবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় জানান ৫ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, ‘‘৫ তারিখ দিল্লি যাব প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে যাচ্ছি না।’’
২০২৩ সালের সেপ্টেম্বরে (September) জি-২০ সম্মেলন আয়োজিত হবে ভারতে। উপস্থিত থাকবেন অন্যান্য দেশের শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, সেই প্রস্তুতি সভাতেই তৃণমূলের চেয়ারপার্সন হিসেবে যোগ দেবেন মমতা। জি-২০ সম্মেলনের প্রস্তুতি সংক্রান্ত চারটি বৈঠক এ রাজ্যেই হওয়ার সম্ভাবনা। এ ছাড়া জি-২০ সংক্রান্ত মূল পর্যায়ের অনুষ্ঠানগুলির একটি উত্তরবঙ্গের শিলিগুড়ি-দার্জিলিংয়ে হওয়ার কথা।
মুখ্যমন্ত্রীর এবারের দিল্লি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে আলাদা বৈঠকের সম্ভাবনাও রয়েছে। যদিও বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এ বিষয়ে কোনও কথা হয়নি তাঁর। বরং সময় পেলে তিনি রাজস্থানের অজমের শরিফ এবং পুষ্করে যেতে পারেন বলে জানান মুখ্যমন্ত্রী। রেলমন্ত্রী থাকাকালীন ওই দুই জায়গাতেই রেলপথ তৈরি করান তিনি। এদিন মমতা বলেন, অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছে ছিল। এ বার সময় হলে ওই দুটি জায়গায় যেতে পারেন তিনি।
আরও পড়ুন-বাংলার লাগাতার দাবির জেরে রাজ্যকে আবাস যোজনায় ৮২০০ কোটি টাকা বরাদ্দ মোদি সরকারের
ওই সফর থেকে ফিরে মেঘালয় যাবেন মুখ্যমন্ত্রী। ১২ ডিসেম্বের শিলং পৌঁছবেন। ফিরবেন ১৪ ডিসেম্বর। তিনদিনের সফরে জনসভার পাশাপাশি কর্মিসভাও করার কথা রয়েছে তৃণমূল সুপ্রিমোর। এ ছাড়া সেখানে সাংবাদিক বৈঠক করতে পারেন তিনি। বছরের শেষে ২৮-২৯ ডিসেম্বর হিঙ্গলগঞ্জ যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।