‘সমাজে ৯৯ শতাংশ ভাল লোক থাকলেও ১ শতাংশ মনে করে তারা কেবল নিজেরাই খাবে’ দুয়ারে সরকার নিয়ে সরব মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনে দুয়ারে সরকার নিয়ে তাঁর অবস্থান স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনে দুয়ারে সরকার নিয়ে তাঁর অবস্থান স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এদিন তিনি স্পষ্ট করেই বলেন, ‘‘মানুষের স্বার্থে দুয়ারে রেশন চলবে। কার ও গায়ের জোরের কাছে সরকার মাথা নত করবে না। তার জন্য যত দূর যাওয়ার যাব।’’

আরও পড়ুন-বাংলার লাগাতার দাবির জেরে রাজ্যকে আবাস যোজনায় ৮২০০ কোটি টাকা বরাদ্দ মোদি সরকারের

বিধানসভায় (Assembly) বিপুল ভোটে জিতে ক্ষমতায় আসার পরই মমতা ঘোষণা করেন, এখন থেকে দুয়ারে রেশন সামগ্রী পৌঁছে দেওয়া হবে। শুরু হয় দুয়ারে রেশন প্রকল্প। কিন্তু সম্প্রতি রাজ্য সরকারের দুয়ারে রেশন প্রকল্প নিয়ে আপত্তি তোলে রেশন ডিলারদের একটি সংগঠন। সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয় তারা। এদিকে, ২৮ সেপ্টেম্বর একটি মামলার প্রেক্ষিতে দুয়ারে রেশন প্রকল্পকে ‘বেআইনি’ এবং ‘অবৈধ’ বলে মন্তব্য করে যে রায় দেয় কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। হাই কোর্ট বলে, দুয়ারে রেশন প্রকল্প ২০১৩ সালে প্রণীত জাতীয় খাদ্য সুরক্ষা আইনের পরিপন্থী। ইতিমধ্যেই এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে গিয়েছে রাজ্য।

আরও পড়ুন-এবার ভূমিকম্প মেঘালয়ে

এদিন বিধানসভায় মমতা বলেন, ‘‘রেশন ডিলারদের ৪৮০ কোটি টাকা ইনসেনটিভ দেওয়া হয়েছে। আমি জেনেছি, সবাই দুয়ারে রেশন নিয়ে আপত্তি করেননি। আমি এঁদের সঙ্গে বৈঠকও করেছি। কিন্তু সমাজে ৯৯ শতাংশ ভাল লোক থাকলেও ১ শতাংশ মনে করে তারা কেবল নিজেরাই খাবে।’’ তবে, দুয়ারের রেশন প্রকল্প বাংলায় চালু রাখতে তিনি যে লড়াই চালিয়ে যাবেন সে কথা স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Latest article