দোহা, ২৪ নভেম্বর : শনিবার আর্জেন্টিনা ও মেক্সিকোর মধ্যে ম্যাচ ঠিক করে দেবে চলতি বিশ্বকাপে দুই লাতিন আমেরিকান দলের ভবিষ্যৎ। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে নকআউটে যাওয়ার রাস্তা কঠিন করে ফেলেছেন লিওনেল মেসিরা। পোল্যান্ডের সঙ্গে ড্র করায় কিছুটা সুবিধাজনক জায়গায় রয়েছে গিলেরমো ওচোয়াদের মেক্সিকো। এই ম্যাচে ফর্মে থাকা মেক্সিকান গোলরক্ষক ওচোয়াকে পরাস্ত করা বড় চ্যালেঞ্জ হতে চলেছে মেসি-ডি মারিয়াদের কাছে।
আরও পড়ুন-৫ ডিসেম্বর দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী, ডিসেম্বরে রয়েছে মেঘালয় সফর
কিন্তু শনিবারের হাইভোল্টেজ ম্যাচের আগে উত্তেজনার চোরাস্রোত বইছে দু’দলের সমর্থকদের মধ্যে।
ম্যাচের তিন দিন আগে থেকেই উত্তপ্ত পরিস্থিতি। মেক্সিকো-আর্জেন্টিনা ম্যাচ লুসাইল স্টেডিয়ামে। তার আগে দু’দলের সমর্থকরা জড়ো হয়েছিলেন স্টেডিয়াম চত্বরে। সেখানেই সমর্থকরা রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েন। দু’দলের সমর্থকরা পরস্পরকে কিল, চড়, লাথি মারতে থাকেন। ঝামেলার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সরকারিভাবে কিছু না জানা গেলেও সূত্রের খবর, কয়েক জন এই ঘটনায় আহত হয়েছেন। জানা গিয়েছে, মেক্সিকোর সমর্থকরাই প্রথমে উত্ত্যক্ত করেন আর্জেন্টিনা সমর্থকদের। মেসির নামে নাকি কটূক্তিও করা হয়। ঝামেলার সূত্রপাত এরপরই।
আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচ ঘিরে বরাবরই দুই দেশের সমর্থকরা আগ্রাসন দেখিয়ে এসেছেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ম্যাচের দিন লুসাইল স্টেডিয়ামে ৮০ হাজার সমর্থক উপস্থিত থাকতে পারেন। ঝামেলার পর বেশ চাপে রয়েছে আয়োজকরা। অন্যদিকে, মেক্সিকোকে হারিয়ে চাপ কাটিয়ে বেরিয়ে আসতে মরিয়া মেসিরা। তার জন্য ভুলত্রুটি শোধরানোয় মগ্ন স্কালোনির ছেলেরা।