সংবাদদাতা, হাওড়া : হাওড়া পুর এলাকায় ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ৪০ জনকে বাড়ি তৈরির অনুমোদনপত্র ও প্রথম পর্যায়ের টাকা তুলে দেওয়া হল। বৃহস্পতিবার হাওড়ার শরৎ সদনে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উপভোক্তাদের হাতে এগুলি তুলে দিলেন হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী। উপস্থিত ছিলেন কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরি, দেবাংশু দাস সহ পুরনিগমের আধিকারিকরা।
আরও পড়ুন-আন্তর্জাতিক আসরে বাজিমাত মৌমিতার
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় ‘বাংলার বাড়ি’ প্রকল্পে রাজ্যের গৃহহীনদের কংক্রিটের বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। বাড়ি তৈরির প্রয়োজনীয় খরচ ৪টি পর্যায়ে উপভোক্তাদের হাতে দেওয়া হয়। এদিন সেরকমই বাড়ি তৈরির প্রথম পর্যায়ের খরচের টাকাও অনুমোদনপত্র দেওয়ার সময়ই সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়। এর আগে হাওড়া পুর এলাকায় ৪৪ জনকে বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। এছাড়া আরও ৭৫জনকে এই প্রকল্পের আওতায় বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। যেগুলি তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী জানান, ‘‘নিজস্ব নামে জমি থাকলে এবং বাকি শর্ত পূরণ করলে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় গৃহহীন ব্যক্তিদের পাকা বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে। হাওড়াতে এই প্রকল্পে শতাধিক বাড়ি তৈরির কাজ চলছে।’’