হরিসংহপুরের জলাশয়ে পরিযায়ী পাখি দেখতে জমল ভিড়

ঝাঁকে ঝাঁকে সরাল হাঁস, জলপিপি, পার্পল হিরণ-সহ নানা প্রজাতির পরিযায়ী পাখি দেখতে জলাশয়ের ধারে ভিড় করেন পাখিপ্রেমী মানুষজন

Must read

প্রতিবেদন : প্রতি বছর শীত পড়লেই ভিনদেশি পরিযায়ী পাখির ঝাঁক উড়ে আসে ঘাটালের হরিসিংহপুরের এক জলাশয়ে। ঝাঁকে ঝাঁকে সরাল হাঁস, জলপিপি, পার্পল হিরণ-সহ নানা প্রজাতির পরিযায়ী পাখি দেখতে জলাশয়ের ধারে ভিড় করেন পাখিপ্রেমী মানুষজন। পাখপাখালির কলতানে ভরে ওঠে এলাকা।

আরও পড়ুন-হাওড়া শহরে বাংলার বাড়ি টাকা দেওয়া হল গৃহহীনদের

এবারও শীত পড়ামাত্র যথারীতি আসতে শুরু করেছে পরিযায়ী পাখির দল। প্রায় প্রতিদিনই ঘাটাল পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের হরিসিংহপুরের ওই জলাশয়ে ভিড় করছেন বহু মানুষ। এই জলাশয়টি ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাঁরা বলেন, শীতের কয়েক মাস এদের কলরবেই ঘুম ভাঙে তাঁদের। তাঁরা নিজেরাই পাহারা দেন, যাতে পাখিদের কেউ বিরক্ত না করে। তাঁদের দাবি, দূরদূরান্ত থেকে মানুষ আসেন পরিযায়ী পাখিদর্শনে, তাই এই জলাশয়কে ঘিরে যদি একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলা যায় তাহলে পরিযায়ী পাখিদের যত্নআত্তি বা খাবারের অভাব হবে না, এলাকার আর্থ-সামাজিক অবস্থারও উন্নতি ঘটবে। এ বিষয়ে ঘাটালের পুরপ্রধান জানান, বিষয়টি তাঁদের গোচরে আছে, পর্যটন কেন্দ্র গড়ে তোলার বিষয়ে উদ্যোগ নেবেন তাঁরা।

Latest article