নয়াদিল্লি : বিদেশি নাগরিকদের ব্যবহার করে গুজরাতে বিধানসভা নির্বাচনের প্রচার চালাচ্ছে বিজেপি৷ এই অভিযোগে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস৷ গুজরাতের বিজেপি নেতৃত্বের তরফে বিদেশিদের নিয়ে প্রচারের ভিডিও ট্যুইট করা হয়েছে৷ সেটিও কমিশনে পেশ করেছে তৃণমূল।
আরও পড়ুন-বিজেপির মিথ্যাচার ও কুৎসার জবাবে মাঠে তৃণমূল কংগ্রেস
২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে বিজেপির বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাকেত গোখেল৷ বুধবার প্রধানমন্ত্রীর সভায় চার রুশ নাগরিককে দেখা গিয়েছে বলে অভিযোগ৷ তাঁদের সকলের গলাতেই ছিল বিজেপির উত্তরীয়৷ গুজরাতবাসীর কেন বিজেপিকে জেতানো উচিত তার ব্যাখ্যা করেছেন তাঁরা৷ তৃণমূলের অভিযোগ, এটা শুধু নজিরবিহীন তাই নয়, এ হল বিদেশি নাগরিকদের প্রচারে নামিয়ে নির্বাচনী আইন ভঙ্গের শামিল৷ ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় কীভাবে বিদেশিরা হস্তক্ষেপ করতে পারে? অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ায় এই কাজ আইন লঙ্ঘনের শামিল বলে মত তৃণমূল কংগ্রেসের৷