বিজেপির মিথ্যাচার ও কুৎসার জবাবে মাঠে তৃণমূল কংগ্রেস

জেলায় ৬ বিধায়ক বিজেপির। অথচ উন্নয়নের ধারেকাছে দেখা মেলে না তাঁদের। উল্টে পঞ্চায়েত নির্বাচনের আগে কুৎসায় মেতেছেন তাঁরা

Must read

সংবাদদাতা, পুরুলিয়া : জেলায় ৬ বিধায়ক বিজেপির। অথচ উন্নয়নের ধারেকাছে দেখা মেলে না তাঁদের। উল্টে পঞ্চায়েত নির্বাচনের আগে কুৎসায় মেতেছেন তাঁরা। কুৎসার জবাব দিতে তৈরি তৃণমূল কংগ্রেস। উন্নয়নের খতিয়ান নিয়ে নাঠে নামছে দল। তারই প্রস্তুতি শুরু হয়ে গেল। শনিবার পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ড ও হুড়ার লধুড়কা গ্রামের মাঠে দুটি সভা করতে চলেছে তৃণমূল কংগ্রেস। দুটি সভাতেই সমর্থকদের উপস্থিত থাকার আবেদন জানিয়ে প্রচার শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন-গোটা দেশে অভিন্ন দেওয়ানি বিধি? শাহের মন্তব্যে জল্পনা

জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, পুরুলিয়া শহরের তৃণমূল কার্যালয়ে এবং হুড়ায় প্রস্তুতি বৈঠক করেছি। উপস্থিত ছিলেন দলের সব শাখা সংগঠনের সভাপতি, সভানেত্রীরা। তিনি জানান, ‘‘শনিবার শহরের ট্যাক্সি স্ট্যান্ডের সভাটিতে থাকবেন মানস ভুঁইয়া, দেবাংশু ভট্টাচার্য ও শতাব্দী রায়। ১ ডিসেম্বর লধুড়কার সভায় থাকবেন মহুয়া মৈত্র, বাবুল সুপ্রিয়। দুটি সভাতেই জেলার প্রতিটি এলাকা থেকে মানুষজন আসবেন। জনজোয়ারে ভেসে যাবে বিজেপির যাবতীয় অপপ্রচার ও কুৎসা।’’

Latest article