গোটা দেশে অভিন্ন দেওয়ানি বিধি? শাহের মন্তব্যে জল্পনা

বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, বিজেপি তার উগ্র হিন্দুত্ববাদী ভাবধারাকে এগিয়ে নিয়ে যেতে গোটা দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে চায়

Must read

প্রতিবেদন : গোটা দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা বিজেপির গোপন অ্যাজেন্ডা। বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, বিজেপি তার উগ্র হিন্দুত্ববাদী ভাবধারাকে এগিয়ে নিয়ে যেতে গোটা দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে চায়। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা শীর্ষ বিজেপি নেতা অমিত শাহ নিজেই একথা স্বীকার করলেন।

আরও পড়ুন-গ্রাহককে কম সামগ্রী দিয়ে সাসপেন্ড হল রেশন ডিলার

তিনি বলেন, অভিন্ন দেওয়ানি বিধি চালু করা বিজেপির অন্যতম প্রতিশ্রুতি। বিজেপি ছাড়া আর কোনও রাজনৈতিক দলই অভিন্ন দেওয়ানি বিধির কথা বলছে না। ইতিমধ্যেই বিজেপি শাসিত তিন রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে। এবার গোটা দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু চালু করার জন্য ইতিমধ্যেই একটি কমিটি আলোচনা শুরু করেছে। অমিত শাহর এই মন্তব্যে দেশজুড়ে অভিন্ন দেওয়ানি বিধি চালু চালু হতে পারে এমন জল্পনা পল্লবিত হয়েছে। লোকসভা ভোটের আগে মেরুকরণের সুযোগকে কাজে লাগাতে বিজেপি এই প্রচার আরও বাড়াবে বলে মত রাজনৈতিক মহলের। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী এদিন দাবি করেন, ৩৭০ ধারা প্রত্যাহারের পর জম্মু-কাশ্মীরের পরিস্থিতির অসাধারণ উন্নতি হয়েছে। কারও ব্যক্তিগত চেষ্টায় নয়, কেন্দ্রীয় সরকারের সকল সদস্যের চেষ্টাতেই এই উন্নয়ন সম্ভব হয়েছে। ইদানীং কাশ্মীরে জঙ্গি ক্রিয়াকলাপ বাড়লেও শাহের দাবি তার ঠিক উল্টো।

Latest article