‘জাগোবাংলা’য় শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’। মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
লাঞ্ছিত
দিগন্ত ছেয়ে গেছে
অশান্ত কুৎসিত ভাষায়৷
মনের মাধুরী মাধুর্য
প্রত্যহ চলছে চাতুর্যতায়।
ফটোশপ আর
ফটোশপিকে!
দর্শন ধারীদের ব্যাকুল্য
তাঁবেদার তোষক
বেয়াদপি গর্দভবন্দনা
লজ্জাও করে না।
লজ্জা ওদের দেখে
লজ্জিত।
ব্যথিত বধির বাধুর্য
কদর্য ঘৃণ্য কংসক।