ভুয়ো কার্ডের রেশন গরিবদের

Must read

প্রতিবেদন : রাজ্যবাসীর স্বার্থে রাজ্য সরকার দুয়ারে রেশন প্রকল্প চালিয়ে যেতে বদ্ধপরিকর। বৃহস্পতিবার বিধানসভায় এ-কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, দুয়ারে রেশন মামলা নিয়ে খাদ্য দফতর সুপ্রিম কোর্টে যাচ্ছে। এদিন প্রশ্নোত্তর পর্বে তৃণমূল কংগ্রেস বিধায়ক অপূর্ব সরকারের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যবাসী দুয়ারে রেশন চায়। তিনি বলেন, খাদ্য দফতর ৬২ লক্ষ ৬৪ হাজার ভুয়ো রেশন কার্ড (Ration Card- West Bengal) বাতিল করেছে। এবং সেই বরাদ্দকৃত রেশনসামগ্রী গরিব মানুষদের দেওয়া হচ্ছে। যাঁদের শুধুমাত্র রেশন কার্ডের প্রয়োজন, রেশনসামগ্রী নয়, তাঁদের জন্যে হোয়াইট রেশন কার্ড করা হয়েছে বলে তিনি জানান। রেশন ডিলারদের শূন্যপদ পূরণ করার চেষ্টা রাজ্য সরকার করলেও অনেকে এই বিষয়ে আদালতে মামলা দায়ের করেছেন। এর ফলে সমগ্র নিয়োগ-পদ্ধতি বিলম্বিত হচ্ছে। আদালতে লড়াই করতে গিয়ে সরকারের প্রচুর অর্থনাশ হচ্ছে বলেও তিনি জানান। বিজেপি বিধায়ক ড. অশোক লাহিড়ীর অতিরিক্ত এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, দুয়ারে রেশন প্রকল্পে ডোর টু ডোর রেশন পৌঁছে দেওয়ার জন্য অতিরিক্ত খরচ সরকার বহন করছে। এর জন্য ৪৮০ কোটি টাকা ইনসেনটিভ দেওয়া হচ্ছে বলেও তিনি জানান। মুখ্যমন্ত্রী বলেন, রেশন ডিলারদের সঙ্গে তিনি নিজে বৈঠক করে তাঁদের সব দাবি মেনে নেন । ৯৯ শতাংশ ভাল মানুষ হলেও ১ শতাংশ মানুষ এ-ব্যাপারে বাধা দিচ্ছেন। তবে বাধা এলেও এই প্রকল্প হবে বলে তিনি জানান।

পাবলিক চায় দুয়ারে রেশন। কোর্ট দুয়ারে রেশনে (Ration Card- West Bengal) বাধা হল। দুয়ারে রেশনের জন্য সরকার ডিলারদের আলাদা খরচ দিচ্ছে। ৪৮০ কোটি টাকা ইনসেনটিভ হিসাবে দেওয়া হচ্ছে দুয়ারে রেশনের জন্য। ডিলারদের সঙ্গে আমি নিজে মিটিং করেছি। ৯৯% লোক ভাল থাকলে ১% লোক মনে করে আমি একা খাব। ফল সবাইকে খেতে হয়। আমি যত দূর হয় যাব। কারও গায়ের জোরের কাছে মাথা নত করব না। দুয়ারে রেশন হবেই।

আরও পড়ুন-নগদে : ৭.৩৫ লাখ- ৭.৩৫ লাখ- ৭.৭৫ লাখ- মোট ২২.৪৫ লাখ

Latest article