প্রতিবেদন : চার বছর আগে এক অস্ট্রেলীয় তরুণীকে খুন করে ভারতে পালিয়ে এসেও শেষরক্ষা হল না। শেষ পর্যন্ত দিল্লি পুলিশের হাতে ধরা পড়ল রবীন্দর সিং নামে ওই ব্যক্তি। চার বছর আগে ২০১৮ সালের ২১ নভেম্বর কুইসল্যান্ডের ওয়াংটি সমুদ্র সৈকতে পোষ্য সারমেয়কে নিয়ে প্রাতঃভ্রমণ করছিলেন তোয়া কারডিংলে (২৪) নামে ওই তরুণী। সে সময় তাঁকে খুন করে রবীন্দর।
আরও পড়ুন-দেশের ইতিহাস বদল করার দাবি মোদির
খুন করার দু’দিন পরে স্ত্রী ও তিন সন্তানকে ফেলে রেখেই ভারতে পালিয়ে আসে রবীন্দর। পলাতক রবীন্দরের খোঁজ দিতে পারলে এক মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছিল সে দেশের পুলিশ। তোয়ার খোঁজ না পেয়ে তাঁর পরিবার নিখোঁজ ডায়েরি করে। ২২ নভেম্বর তোয়ার দেহ উদ্ধার হয়। তখনই রবীন্দরের নাম জানা যায়। তার খোঁজে গোটা অস্ট্রেলিয়া জুড়ে তল্লাশি চালায় সে দেশের পুলিশ। কিন্তু তার খোঁজ মেলেনি।
আরও পড়ুন-সমলিঙ্গ বিবাহ নিয়ে কেন্দ্রের মত জানতে চায় সুপ্রিম কোর্ট
পরে জানা যায়, খুনি ভারতে পালিয়ে গিয়েছে। এর পরই ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করে অস্ট্রেলীয় পুলিশ। এরপর রবীন্দরের খোঁজে এ দেশেও তল্লাশি শুরু হয়। শেষ পর্যন্ত দিল্লি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, রবীন্দর আদতে পাঞ্জাবের বাসিন্দা।