টাকা চাওয়ায় দলিত যুবককে মারধর

শিরোহী জেলার ডেপুটি পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন, ভরত কুমার তিনজনের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।

Must read

প্রতিবেদন : রাজস্থানের শিরোহী জেলায় একটি ধাবায় ইলেকট্রিকের কাজ করেছিলেন ভরত কুমার নামে এক দলিত যুবক। এই কাজের জন্য তাঁর পাওনা হয়েছিল ২১ হাজার ১০০ টাকা। যার মধ্যে ধাবা মালিক তাঁকে দিয়েছিল মাত্র ৫০০০ টাকা। বাকি টাকা চাইতে গিয়ে ভরতের মারধরের সঙ্গে জুটল জুতোর মালা। শুধু তাই নয়, জোর করে মূত্রও খাওয়ানো হল। দলিত যুবকের বিরুদ্ধে এই অমানবিক ঘটনাটি ঘটেছে মরুরাজ্যে।

আরও পড়ুন-অস্ট্রেলিয়া থেকে পালিয়ে এসেও জালে পড়ল খুনি

জানা গিয়েছে, ধাবায় ইলেকট্রিকের কাজ করে ভরতের বিল হয়েছিল ২১১০০ টাকা। তার মধ্যে মাত্র ধাবা মালিক ভরতকে মাত্র ৫০০০ হাজার টাকা দিয়েছিল। বারবার চেয়েও বাকি টাকা পাননি ভরত। বাকি টাকা চাইতে ১৯ নভেম্বর বিকেলে ধাবায় উপস্থিত হন ভরত। তাঁকে রাত ৯টায় আসতে বলা হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময়ে ধাবায় হাজির হলেও মেলেনি টাকা। এরপর ওই দলিত যুবক পুলিশে অভিযোগ জানানোর হুমকি দিলে ধাবার মালিক খেপে ওঠে। অভিযোগ, ওই ধাবার মালিক ও তার তিন সঙ্গী ভরতকে মারধর করে। গলায় জুতোর মালা পরিয়ে দেওয়া হয়। পাশাপাশি জোর করে তাঁকে মূত্রও খাওয়ানো হয়। আক্রমণকারীদের মধ্যে একজন গোটা ঘটনাটি ভিডিও করে। পরে সেটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন-দেশের ইতিহাস বদল করার দাবি মোদির

শিরোহী জেলার ডেপুটি পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন, ভরত কুমার তিনজনের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। তাঁকে পাঁচ ঘণ্টা ধরে অত্যাচার চালানো হয়েছে। অভিযুক্তদের খোঁজ চলছে।

Latest article