দুয়ারে সরকার হাওড়ায় তৃণমূলের সহায়তা ক্যাম্প

দুয়ারে সরকার শিবিরে আসা মানুষদের সাহায্যের জন্য হাওড়ায় যুব তৃণমূলের উদ্যোগে সহায়তা শিবির চালু করা হল

Must read

সংবাদদাতা, হাওড়া : দুয়ারে সরকার শিবিরে আসা মানুষদের সাহায্যের জন্য হাওড়ায় যুব তৃণমূলের উদ্যোগে সহায়তা শিবির চালু করা হল। হাওড়া সদরের প্রতিটি বিধানসভা এলাকাতেই যুব তৃণমূলের কর্মীরা এই সহায়তা ক্যাম্প খুলেছেন। এখান থেকে শিবিরে আসা লোকজনদের বিভিন্ন প্রকল্পের আবেদন জমা দেবার ফর্ম ফিলআপে যেমন সহায়তা করা হচ্ছে তেমনই লাইনে দাঁড়ানো লোকজনদের পানীয় জলও দেওয়া হচ্ছে।

আরও পড়ুন-টাকা চাওয়ায় দলিত যুবককে মারধর

সেরকম শুক্রবার বালির শান্তিনগর এলাকায় যুব তৃণমূলের সহায়তা শিবিরে উপস্থিত হয়ে দুয়ারে সরকার শিবিরে আসা লোকজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন যুব তৃণমূলের হাওড়া সদরের সভাপতি কৈলাস মিশ্র। ছিলেন বালি কেন্দ্র যুব তৃণমূলের সভাপতি সৌরভ চক্রবর্তী সহ আরও অনেকে। কৈলাস মিশ্র বলেন, ‘‘হাওড়া সদরের যেসব এলাকায় দুয়ারে সরকার শিবির হচ্ছে সেখানেই আমরা এই সহায়তা শিবির খুলেছি। সেখান থেকে যুব তৃণমূলের কর্মীরা শিবিরে আসা মানুষদের সবরকমের সাহায্য করছেন। দুয়ারে সরকার শিবিরের অদূরেই যুব তৃণমূলের সহায়তা ক্যাম্পগুলি খোলা হয়েছে। এর ফলে নানা প্রয়োজনে দুয়ারে সরকার শিবিরে আসা লোকজনেরা উপকৃত হচ্ছেন।’’ যুব তৃণমূলের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন দুয়ারে শিবিরে আসা মানুষেরা।

Latest article