প্রতিবেদন : প্রয়াত বলিউডের প্রবীণ অভিনেতা বিক্রম গোখেল (Actor Vikram Gokhale)। শনিবার পুণের দীননাথ মঙ্গেশকর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৭। বেশ কিছুদিন ধরে বিভিন্ন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। ১৮ দিন আগে এই বর্ষীয়ান অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রথম দিকে তাঁর স্বাস্থ্যের উন্নতিও ঘটেছিল। কিন্তু মঙ্গলবার থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। বুধবার তাঁর মৃত্যুর গুজব ছড়ায়। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হন তাঁর স্ত্রী ভ্রুশালি। তিনি জানান, তাঁর স্বামী কোমায় আছেন। তবে বেঁচে আছেন। শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন তিনি। তাঁকে সুস্থ করার আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন চিকিৎসকরা। শুক্রবারও ওষুধে সাড়াও দিয়েছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হল না। ১৯৮০ সালের ১৪ নভেম্বর জন্ম হয় বিক্রম গোখেলের। তাঁর বাবা চন্দ্রকান্ত গোখেল মারাঠি থিয়েটার এবং সিনেমার নামকরা অভিনেতা ছিলেন। তাঁর প্রপ্রিতামহী দুর্গাবাই কামাথ ছিলেন ভারতীয় চলচ্চিত্রের প্রথম অভিনেত্রী। ১৯৭১ সালে মাত্র ২৬ বছর বয়সে অভিনয় জীবন শুরু করেন বিক্রম গোখেল (Actor Vikram Gokhale)। অমিতাভ বচ্চন অভিনীত পরওয়ানা ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন কিংবদন্তি এই অভিনেতা। ১৯৯০ সালে অমিতাভ বচ্চন অভিনীত অগ্নিপথ এবং ১৯৯৯ সালে সলমন খান এবং ঐশ্বর্য রাই বচ্চনের হাম দিল দে চুকে সনম ছবিতে অভিনয় করে বিশেষ জনপ্রিয়তা পান। ২০১০ সালে, মারাঠি ছবি অনুমতি-তে কাজের জন্য শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় পুরস্কার পান৷
আরও পড়ুন-ব্যস্ততম রাস্তায় রক্ষণাবেক্ষণে গতি আনতে বিশেষ উদ্যোগ