চিনা টেলিকম সংস্থায় নিষেধাজ্ঞা বাইডেনের

Must read

প্রতিবেদন : জাতীয় নিরাপত্তার স্বার্থে কয়েকটি চিনা টেলিকম (US- Chinese telecom devices) সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করল জো বাইডেন প্রশাসন। মার্কিন কেন্দ্রীয় যোগাযোগ কমিশন জানিয়েছে, হুয়াইয়ে, জেডটিই-সহ বেশ কয়েকটি চিনা সংস্থার টেলিযোগাযোগ ও ভিডিও নজরদারি সরঞ্জাম আমদানি নিষিদ্ধ করা হয়েছে।
এফসিসির কমিশনার ব্যান্ডন কর শুক্রবার জানিয়েছেন, এফসিসির পাঁচ সদস্যের অনুমোদন বিষয়ক কমিটি সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে। আমেরিকার বেশ কয়েকটি সংবাদমাধ্যম অভিযোগ করেছিল যে ৫-জি মোবাইল পরিষেবায় চিনা সরঞ্জাম ব্যবহারের ফলে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত স্পর্শকাতর তথ্য পাচার হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন-পর্তুগাল দলকে ডিনার রোনাল্ডোর

ডোনাল্ড ট্রাম্পের সময়ে চালু হওয়া সিকিওর অ্যান্ড ট্রাস্টেড কমিউনিকেশন নেটওয়ার্কস আইনকে কাজে লাগিয়ে চিনা সংস্থার (US- Chinese telecom devices) তৈরি টেলিকম সরঞ্জাম আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রশাসন। চিনা টেলিকম সংস্থাগুলির বিরুদ্ধে এর আগেও গুপ্তচর বৃত্তি চালানোর অভিযোগ উঠেছিল। ভারত-সহ আরও বেশ কয়েকটি দেশ বিভিন্ন সময়ে চিনা সংস্থা হুয়াইয়ের বিরুদ্ধে টেলিকম সরঞ্জামের সাহায্যে গুপ্তচর বৃদ্ধি চালানোর অভিযোগ করেছে। সেই কারণে ২০২০ সালে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার বিএসএনএল এবং এমটিএনএল-এর মতো রাষ্ট্রায়ত্ত টেলি পরিষেবা সংস্থাগুলিকে চিনা টেলিকম সরঞ্জাম ও যন্ত্রাংশ ব্যবহার না করার নির্দেশ দিয়েছিল। পাশাপাশি বিভিন্ন বেসরকারি টেলি যোগাযোগ সংস্থাকেও বেশ কিছু নিষেধাজ্ঞা মেনে চলতে নির্দেশ দিয়েছিল। তখন কেন্দ্রীয় টেলি যোগাযোগ মন্ত্রক জানিয়েছিল, মোবাইল পরিষেবায় চিনা সংস্থার অংশগ্রহণের কারণে সার্বিকভাবে দেশের নিরাপত্তা ব্যবস্থা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে। সে কারণেই এই বিধিনিষেধ মেনে চলতে বলা হচ্ছে। কেন্দ্রের ওই নির্দেশের পর ভারতেও চিনা টেলিকম সরঞ্জাম নির্মাতা সংস্থাগুলির কার্যকলাপে কিছুটা রাশ টানা হয়। এবার একইভাবে মার্কিন মুলুকেও নিষেধাজ্ঞার মুখে চিনা সংস্থা৷

Latest article