প্রতিবেদন : এবার লন্ডনে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক কুচিপুড়ি নৃত্য উৎসব। সেই উৎসবে অংশ নিল ব্রিটেনের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী ঋষি সুনকের (Daughter of Rishi Sunak) মেয়ে অনুষ্কা সুনক। ভারতীয় বংশোদ্ভূত ঋষির ৯ বছরের কন্যা অনুষ্কা শুক্রবার ওই প্রতিযোগিতায় অন্যান্যদের সঙ্গে কুচিপুড়ি নৃত্য পরিবেশন করে। অনুষ্কার নাচ রীতিমতো মুগ্ধ করেছে দর্শকদের।
এবার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ৪ থেকে ৮৫ বছর বয়স পর্যন্ত ১০০ জন প্রতিযোগী। তাঁদের মধ্যে ছিলেন লাইভ মিউজিশিয়ানরা, বয়স্ক ও সমকালীন নৃত্যশিল্পীরা। এমনকী, হুইলচেয়ারে বসা একজন বিশেষভাবে সক্ষম নৃত্যশিল্পীও অংশ নিয়েছিলেন প্রতিযোগিতায়। প্রতিযোগিতার মঞ্চে যথেষ্ট দক্ষতার ছাপ রেখেছেন ঋষি-কন্যা (Daughter of Rishi Sunak) অনুষ্কা। মেয়ের নাচ দেখতে হাজির ছিলেন বাবা তথা প্রধানমন্ত্রী ঋষি সুনক, তাঁর বাবা মা, এবং স্ত্রী তথা ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির কন্যা অক্ষতা মূর্তি।