কুচিপুড়ি নৃত্যে মাতিয়ে দিল ঋষি-কন্যা অনুষ্কা

Must read

প্রতিবেদন : এবার লন্ডনে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক কুচিপুড়ি নৃত্য উৎসব। সেই উৎসবে অংশ নিল ব্রিটেনের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী ঋষি সুনকের (Daughter of Rishi Sunak) মেয়ে অনুষ্কা সুনক। ভারতীয় বংশোদ্ভূত ঋষির ৯ বছরের কন্যা অনুষ্কা শুক্রবার ওই প্রতিযোগিতায় অন্যান্যদের সঙ্গে কুচিপুড়ি নৃত্য পরিবেশন করে। অনুষ্কার নাচ রীতিমতো মুগ্ধ করেছে দর্শকদের।
এবার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ৪ থেকে ৮৫ বছর বয়স পর্যন্ত ১০০ জন প্রতিযোগী। তাঁদের মধ্যে ছিলেন লাইভ মিউজিশিয়ানরা, বয়স্ক ও সমকালীন নৃত্যশিল্পীরা। এমনকী, হুইলচেয়ারে বসা একজন বিশেষভাবে সক্ষম নৃত্যশিল্পীও অংশ নিয়েছিলেন প্রতিযোগিতায়। প্রতিযোগিতার মঞ্চে যথেষ্ট দক্ষতার ছাপ রেখেছেন ঋষি-কন্যা (Daughter of Rishi Sunak) অনুষ্কা। মেয়ের নাচ দেখতে হাজির ছিলেন বাবা তথা প্রধানমন্ত্রী ঋষি সুনক, তাঁর বাবা মা, এবং স্ত্রী তথা ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির কন্যা অক্ষতা মূর্তি।

আরও পড়ুন-রাষ্ট্রসংঘে ইরানের বিরুদ্ধে ভোট দিল না ভারত

Latest article