প্রতিবেদন : আই লিগে ঘরের মাঠে পরপর দুই ম্যাচে জিতল মহামেডান স্পোর্টিং (Mohammedan vs Trau fc)। কিশোর ভারতী স্টেডিয়ামে রবিবার তারা হারাল মণিপুরের ক্লাব ট্রাউ এফসি-কে। মহামেডানের অনুকূলে খেলার ফল ১-০। এদিনের জয়ের পর লিগ টেবলে ছ’নম্বরে উঠে এল মহামেডান। সাত নম্বরে ট্রাউ। শুরু থেকে প্রাধান্য নিয়ে খেলেও গোলের জন্য মহামেডানকে অপেক্ষা করতে হয়েছে ৩৯ মিনিট পর্যন্ত। ট্রাউয়ের গোলরক্ষকের হাত থেকে বল ছিটকে বেরিয়ে আসার পর গোল করতে ভুল করেননি ফসলু রহমান। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মহামেডান।
দ্বিতীয়ার্ধে আক্রমণ, প্রতিআক্রমণে খেলা জমে ওঠে। দু’দলই গোল করার চেষ্টা করে। তবে মহামেডান (Mohammedan vs Trau fc) গোলের সহজ সুযোগ পায় বেশি। কিন্তু মার্কাস যোশেফ, শেখ ফৈয়াজরা ব্যবধান বাড়াতে পারেননি। এদিন মহামেডানের হয়ে মাঠে নেমেছিলেন সার্বিয়ান মিডফিল্ডার নিকোলা স্টোজানোভিচ। কিন্তু প্রথম দিন তাঁকে আগের ফর্মে দেখা যায়নি। মহামেডানের রুশ কোচ আন্দ্রে চেরনিশভ বলেছেন, ‘‘আমরাই ম্যাচে কর্তৃত্ব করেছি। কিন্তু সুযোগ নষ্ট না করলে বড় ব্যবধানে জিততে পারতাম।’’