প্রতিবেদন : সব সীমা ছাড়িয়ে গেল ভারতীয় জনতা পার্টি। কথায় লাগাম ছিল না। এবার বেলাগাম তুলনাতেও। রাজ্য বিজেপির হেরো রাহুল সিনহা (Rahul Sinha- Kunal Ghosh) এবার সব সীমা ছাড়িয়ে বললেন, কলকাতার নরেন গুজরাতে নরেন্দ্র রূপে জন্ম নিয়েছেন। জীবজ্ঞানে শিবসেবা স্বামীজি বলেছিলেন, করে দেখাচ্ছেন মোদি। সে কথা শুনে বিস্মিত তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Rahul Sinha- Kunal Ghosh) বলেন, বাংলা জুড়ে উনি যতবার ভোটে দাঁড়িয়েছেন, ততবার ভোটে হেরেছেন। হেরে হেরে মাথাটা গিয়েছে। এরা কি পাগল না বদ্ধ উন্মাদ? সমাজে এই ধরনের উন্মাদকে খোলা জায়গায় ছেড়ে দেওয়া উচিত নয়। এখনই চিকিৎসার প্রয়োজন। বিজেপির পক্ষ থেকে ক্ষমা চাওয়া উচিত। রাজনৈতিক মহল বলছে, আসলে বিজেপি নেতাদের সংগঠন, জনসমর্থন নেই। খবরে টিকে জেগে থাকতে মিডিয়াই ভরসা। তাই বেলাগাম কথা বলে খবরে আসার চেষ্টা। মানুষ ছুঁড়ে ফেলে দেবে।
আরও পড়ুন-সমবায় ভোটে বিপুল জয় তৃণমূলের