সমবায় ভোটে বিপুল জয় তৃণমূলের

Must read

প্রতিবেদন : বিরোধী দলনেতা যত আস্ফালন করছেন, তত মেদিনীপুরে বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। একের পর এক সমবায় সমিতির নির্বাচনে কার্যত তারা দাঁড়াতেই পারছে না। নন্দীগ্রামের পর এবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার (Panskura- TMC) ‘মঙ্গলধারী ইউনাইটেড সমবায় কৃষি উন্নয়ন সমিতি’-র নির্বাচনেও জয়ী হল তৃণমূল কংগ্রেস। এই ভোটকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই এলাকায় টানটান উত্তেজনা ছিল। মোট ১২ আসনের নির্বাচন। এর মধ্যে তৃণমূল জয়লাভ করে সাতটি আসনে। সিপিএম চারটি আসন পেলেও বিজেপির ভাগ্যে জুটেছে মাত্র একটি। পাঁশকুড়ার তৃণমূল কংগ্রেস নেতা সুজিত রায় বলেন, বিজেপির পতন শুরু হয়েছে। এখানে ফলাফলে তৃতীয় স্থানে চলে গিয়েছে। বিজেপি নেতাদের কুকথা এবং কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূল কংগ্রেস (Panskura- TMC) নেতা-কর্মীদের গ্রেফতার, হেনস্তা, মিথ্যা মামলা, দুষ্কৃতীদের তাণ্ডব মানুষ মেনে নিতে পারছেন না।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর ঘোষণার এক বছরের মধ্যে লক্ষ্যমাত্রা পূর্ণ

Latest article