মুখ্যমন্ত্রীর ঘোষণার এক বছরের মধ্যে লক্ষ্যমাত্রা পূর্ণ

১৫ কোটি ম্যানগ্রোভ বসল ৩ জেলায়

Must read

প্রতিবেদন : ২০২০-তে আমফান, ২০২১-এ ইয়াস-ঝড়ে বিপুল ক্ষতি হয় সুন্দরবনের ম্যানগ্রোভের (Mangrove- Sundarban)। তার পরেই মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) রাজ্যের (West Bengal) উপকূলবর্তী জেলাগুলিতে ম্যানগ্রোভ রোপণ করার কথা বলেন। ১৫ কোটি ম্যানগ্রোভ রোপণের কথা বলেন তিনি। এ বিষয়ে উদ্যোগী ভূমিকা নেয় রাজ্যের পরিবেশ ও বন দফতর। মুখ্যমন্ত্রীর ঘোষণার এক বছরের মধ্যে তারও বেশি ম্যানগ্রোভ রোপণের কাজ শেষ করে ফেলেছে পরিবেশ দফতর। রোপণের কাজ হয় দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপরে। ইতিমধ্যে প্রায় ১৫ কোটি ৫৪ লক্ষ ম্যানগ্রোভ (Mangrove0 গাছের চারা বসে গিয়েছে। এর মধ্যে রয়েছে সুন্দরবনের একটা বড় অংশ। দক্ষিণ ২৪ পরগনায় বসানো হয়েছে ১২ কোটির বেশি চারা। রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, ‘‘এই ১৫ কোটি ৫৪ লক্ষ ম্যানগ্রোভ কীভাবে রোপণ করা হল সেই অভিযানের কথা অন্ধ্র (Andhra Pradesh), ওড়িশা (Odisha), গোয়ার (Goa) মতো উপকূলীয় রাজ্যগুলিকে শেখাবেন আমাদের রাজ্যের বনাধিকারিকরা। থাকবেন বিশ্বব্যাঙ্কের প্রতিনিধিরাও।’’ পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) উপকূলবর্তী চর এলাকায় এই ম্যানগ্রোভ রোপণ করা হয়েছে। এক বছরের মধ্যে ম্যানগ্রোভ রোপণের কাজ শেষ করা হয়ে। উপকূলবর্তী এলাকায় বিভিন্ন ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে রোপণের কাজ সারা হয়। দক্ষিণ ২৪ পরগনায় ম্যানগ্রোভ গাছ কাটার ঘটনায় উদ্বিগ্ন সরকার। উদ্বেগ প্রকাশ করে পরিবেশপ্রেমীরা জানান, ‘‘ম্যানগ্রোভ (Mangrove) রক্ষায় গ্রামবাসীদেরই দায়িত্ব নিতে হবে। উপকূলবর্তী জেলাগুলিকে ঘূর্ণিঝড় থেকে বাঁচাতে ম্যানগ্রোভ রোপণ জরুরি।’’

আরও পড়ুন-মৎস্যজীবীদের প্রকল্পের সুবিধা দিতে নৌকায় আধিকারিকরা

Latest article