ড্র করেও ভেসে রইল জার্মানি

Must read

দোহা, ২৭ নভেম্বর : পিছিয়ে পড়েও স্পেনের সঙ্গে ম্যাচ ড্র করল জার্মানি (Spain vs Germany)। খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকলেও ‘ই’ গ্রুপে এদিন জাপান হেরে যাওয়ায় জার্মানির নকআউটে খেলার আশা এখনও বেঁচে রইল।
কোস্টারিকার বিরুদ্ধে হাজারের উপর পাস খেলে বড় জয় তুলে এনেছিল স্পেন। জার্মানির মতো বড় দল প্রেসিং ফুটবল খেলে স্প্যানিশ তিকিতাকা স্তব্ধ করে দিতে চেয়েছিল। টমাস মুলার, সার্জ ন্যাব্রি, জামাল মুসিয়ালারা সেটাই করার চেষ্টা করেছেন। পজেশনাল ফুটবলে বেশি নজর না দিয়ে পাল্টা প্রতিআক্রমণে স্পেন রক্ষণে ফাটল ধরিয়ে গোল তুলে নেওয়ার চেষ্টা করে হ্যান্সি ফ্লিকের দল। তবে জার্মানি ম্যাচ ধরার আগেই গাভি, ড্যানি ওলমো, ফেরান তোরেসরা আক্রমণে ঝড় তুলে গোলমুখ প্রায় খুলে ফেলেছিলেন। বক্সের বাইরে থেকে ওলমোর শট ন্যয়ারকে পরাস্ত করে পোস্টে লাগে। জর্দি আলবার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। মিনিট দু’য়েকের মধ্যে সুযোগ চলে এসেছিল জার্মান উইঙ্গার ন্যাব্রির কাছে। কিন্তু জার্মানিকে এগিয়ে দিতে তাঁর প্রচেষ্টাও ব্যর্থ হয়। ৩৪ মিনিটে সহজতম সুযোগ নষ্ট করে স্পেন। বাঁ-প্রান্ত থেকে পেনাল্টি বক্সে ফাঁকায় বল সাজিয়ে দিয়েছিলেন ওলমো। কিন্তু একা জার্মান গোলকিপারকে পেয়েও গোল করতে পারেননি তোরেস। বিরতির আগে জার্মানির আন্তোনিও রুডিগারের গোল অফসাইডের জন্য বাতিল হয়।

আরও পড়ুন-এবার শুরু আসল বিশ্বকাপ : মেসি

বিরতির পর আক্রমণ-প্রতিআক্রমণে খেলা আরও জমে ওঠে। জার্মানির (Spain vs Germany) হয়ে সহজ গোলের সুযোগ নষ্ট করেন কিমিচ। কিন্তু এর পরেই প্রতিআক্রমণে গোল তুলে নেয় স্পেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের খোঁজে তোরেসকে তুলে নিয়ে অভিজ্ঞ আলভারো মোরাতাকে নামান স্প্যানিশ কোচ এনরিকে। হতাশ করেননি তিনি। ৬২ মিনিটে আলবার ক্রস থেকে আউটসাইড ফ্লিকে অসাধারণ একটি গোল করে স্পেনকে এগিয়ে দেন মোরাতা। বিশ্বকাপে টিকে থাকতে গোল শোধের মরিয়া চেষ্টা করে জার্মানি। কিন্তু স্প্যানিশ গোলকিপার উনাই সিমন এদিন অপ্রতিরোধ্য ছিলেন। বেশ কয়েকটি গোল বাঁচান তিনি। তবে ৮৩ মিনিটে সুপারসাব নিকোল ফুলত্রুগ গোল করে জার্মানিকে সমতায় ফেরান।

Latest article