মাঝ আকাশে দুর্ঘটনার কবলে বিমান। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেটি। তবে সরাসরি মাটিতে নয়, ছোট আকৃতির বিমানটি ভেঙে পড়ে বিদ্যুতের তারের উপর। ঘটনার জেরে অন্ধকারে ডুবে গেল গোটা এলাকা। রবিবার রাতে বিমান ভেঙে পড়ার ঘটনাটি ঘটেছে আমেরিকার মন্টগোমারিতে।
আরও পড়ুন-হরিয়ানায় পঞ্চায়েতে ধাক্কা খেল বিজেপি
স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রায় দশতলা বাড়ির সমান উচ্চতা থেকে বিমানটি ভেঙে পড়ে। বিমানটি যে অঞ্চল দিয়ে যাচ্ছিল, সেখানে তখন প্রবল বৃষ্টিপাত হচ্ছিল। বিদ্যুতের তারের উপর বিমানটি ভেঙে পড়ার পর থেকে গোটা এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই এলাকায় প্রায় ৯০ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে। দুর্ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।