হরিয়ানায় পঞ্চায়েতে ধাক্কা খেল বিজেপি

হরিয়ানার পঞ্চায়েত ভোটেও মুখ থুবড়ে পড়ল বিজেপি। পড়শি রাজ্য পাঞ্জাবের মতো এ রাজ্যেও ভাল ফল করল আম আদমি পার্টি বা আপ

Must read

প্রতিবেদন : হরিয়ানার পঞ্চায়েত ভোটেও মুখ থুবড়ে পড়ল বিজেপি। পড়শি রাজ্য পাঞ্জাবের মতো এ রাজ্যেও ভাল ফল করল আম আদমি পার্টি বা আপ। বিজেপি জেলা পরিষদের ২২টি আসনে জয়ী হয়েছে, ১৫টি আসনে জয়ী হয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে আপ এবং ভারতীয় জাতীয় লোকদল জয়ী হয়েছে ১৪টি আসনে।

আরও পড়ুন-গুজরাতে ইলেকটোরাল বন্ডের ৯০ শতাংশ অর্থই পেল বিজেপি

কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থীরাও বেশ কয়েকটি আসন জয়ী হয়েছেন। তিন কৃষি আইন, অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মতো বিভিন্ন বিষয় এই নির্বাচনে ছাপ ফেলেছে৷ শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, বিজেপি আম্বালা, যমুনানগর এবং গুরুগ্রাম-সহ সাতটি জেলায় জেলা পরিষদের ১০২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ২২টিতে জয়ী হয়েছে। তবে পঞ্চকুলায় বড়রকম ধাক্কা খেয়েছে বিজেপি। এই জেলায় ১০টি আসন হাতছাড়া হয়েছে বিজেপির। অন্যদিকে, আম আদমি পার্টি জেলা পরিষদের ১০০টি আসনে প্রার্থী দিয়েছিল। তার মধ্যে সিরসা, আম্বালা, যমুনানগর এবং ঝিন্দ-সহ ১৫টি আসনে জয়লাভ করেছে। জাতীয় লোকদল জেলা পরিষদে জিতেছে ১৪টি আসনে৷

Latest article