দোহা, ২৯ নভেম্বর : বুধবার জাতীয় দলের জার্সিতে সম্ভবত সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচটা খেলতে নামছেন লিওনেল মেসি। পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটা মেসির কাছে ডু অর ডাই। অঙ্কের হিসেব বলছে, ড্র করলেও বিশ্বকাপের নকআউটে ওঠার সম্ভবনা রয়েছে। তবে সেক্ষেত্রে শর্ত, গ্রুপের অন্য ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে সৌদি আরবের জেতা চলবে না। তাহলেই মেসির কাপ-স্বপ্নের ইতি! ওই ম্যাচটা ড্র হলে বা মেক্সিকো জিতলে, পোল্যান্ডের সঙ্গে ড্র করলেও শেষ ষোলোয় উঠে যাবে আর্জেন্টিনা।
আরও পড়ুন-কাসিমিরো বিশ্বের সেরা মিডফিল্ডার : নেইমার
তবে অঙ্কের কচকচানিতে না ঢুকে পোল্যান্ডকে হারিয়েই পরের রাউন্ডে উঠতে মরিয়া গোটা আর্জেন্টিনা শিবির। তবে কাজটা সহজ নয়। কারণ পোল্যান্ডও শেষ ষোলোর দৌড়ে ভালভাবেই রয়েছে। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকেই বুধবার মাঠে নামবেন রবার্ট লেয়নডস্কিরা। জিতলে তো বটেই। এমনকী ড্র করলেও পোলিশদের সামনে সুযোগ থাকছে। তবে অন্য ম্যাচে সৌদির জেতা চলবে না! ফলে লেয়নডস্কিরা যে মাঠে নেমে মরিয়া হয়ে ঝাঁপাবেন, সেটা অনুমান করার জন্য রকেট বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই।
আরও পড়ুন-কলেজে পৌঁছানোর রাস্তা সংকীর্ণ, প্রশস্ত করার অঙ্গীকার সভাধিপতির
ম্যাচের গুরুত্ব বুঝে হঠাৎ করেই বদলে গিয়েছে আর্জেন্টিনা শিবিরের ছবিটাও। মেক্সিকোর বিরুদ্ধে জেতার পর যে ফুরফুরে মেজাজে ফুটবলারদের পাওয়া গিয়েছিল, তা রাতারাতি উধাও। কেমন যেন থমথমে পরিবেশ। ঝড় ওঠার পূর্বাভাস! তবে আর্জেন্টিনা সমর্থকদের জন্য সুখবর, মেসি বেশ খোশমেজাজে আছেন। মেক্সিকোর বিরুদ্ধে জেতার পর সেদিন রাতেই কাতার বিশ্ববিদ্যালয়ের ভিতরে সতীর্থদের সঙ্গে বারবিকিউ পার্টি করেছিলেন এলএম টোন। সেখানে মেসি নিজেই রান্না করেছিলেন। ভক্তরাও পোল্যান্ডের বিরুদ্ধে এই চাপমুক্ত মেসিকে দেখতে চাইছেন।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর ঘোষণা: সুন্দরবন আলাদা জেলা, বনবিবি মন্দির ঘিরে পর্যটন
বিশেষজ্ঞরা আবার এই ম্যাচকে চিহ্নিত করছেন মেসি-লেয়নডস্কির দ্বৈরথের মঞ্চ হিসেবে। মেসি যেখানে ইতিমধ্যেই দুটো গোল করে ফেলেছেন, সেখানে আগের ম্যাচেই বিশ্বকাপে নিজের গোল-খরা কাটিয়েছেন লেয়নডস্কি। ক্লাব ফুটবলে মুখোমুখি হয়ে একাধিকবার মেসিকে টেক্কা দিয়েছেন লেভা। তবে এবার দু’জনে মুখোমুখি হবেন জাতীয় দলের জার্সি গায়ে। আর এই লড়াইয়ে আর্জেন্টিনা অন্তত কয়েক যোজন এগিয়ে পোল্যান্ডের থেকে। অন্তত কাগজে-কলমে তো বটেই!