প্রতিবেদন : ফের বড় মাপের ধাক্কা দেশের জিডিপিতে (India- GDP)। কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে ভারতের অর্থনীতির বৃদ্ধি মাত্র ৬.৩ শতাংশ। যা আগের অর্থাৎ এপ্রিল-জুন ত্রৈমাসিকের অর্ধেকেরও কম। এপ্রিল-জুন ত্রৈমাসিকে দেশের সার্বিক বৃদ্ধির হার ছিল ১৩.৫ শতাংশ। ২০২০ সালে করোনাজনিত কারণে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়ে। স্বাভাবিকভাবেই তার জেরে জিডিপির হারও নিম্নমুখী হয়েছে। অন্যদিকে বেড়েছে মুদ্রাস্ফীতি। অর্থনীতিবিদদের আশা ছিল, ২০২১-২২ অর্থবর্ষের শেষে অর্থনীতির ঘুরে দাঁড়াবে। বাড়বে জিডিপি (India- GDP)। কিন্তু ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অফিসের দেওয়া পরিসংখ্যান বলছে, শেষ ত্রৈমাসিকে দেশের আর্থিক বৃদ্ধির হার ছিল ৬.৩ শতাংশ। গতবছর ওই একই সময়ে সার্বিকভাবে জিডিপি বৃদ্ধির হার ছিল ৮.৪ শতাংশ। অর্থাৎ গতবছরের তুলনায় চলতি বছরে অর্থনীতির গতি আরও কমেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, নরেন্দ্র মোদি সরকারের ভ্রান্ত আর্থিক নীতির কারণেই এটা হয়েছে। এর পরিণাম সুদূরপ্রসারী।
আরও পড়ুন-৩০ জানুয়ারি থেকে এবার শুরু হচ্ছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা