হেরেও পরের রাউন্ডে ফ্রান্স, সঙ্গে অস্ট্রেলিয়া

ফ্রান্স ০ তিউনিশিয়া ১ অস্ট্রেলিয়া ১ ডেনমার্ক ০

Must read

দোহা, ৩০ নভেম্বর : বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়েও কপাল খুলল না তিউনিশিয়ার। অস্ট্রেলিয়া এদিন ডেনমার্ককে হারিয়ে দেওয়ায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হল আফ্রিকার দলকে। বুধবার দুটি ম্যাচেই ফল হয়েছে ১-০। তিউনিশিয়া হারিয়েছে ফ্রান্সকে (France vs Tunisia)। অস্ট্রেলিয়া ডেনমার্ককে। তবে হেরেও ডি গ্রুপ থেকে এক নম্বর দল হয়ে শেষ ষোলোয় গেল ফ্রান্স। আর এই নিয়ে দ্বিতীয়বার নকআউটে পা অস্ট্রেলিয়ার। গত ১৬ বছরে এই প্রথম।

আরও পড়ুন-কেন হয় ইস্কেমিক স্ট্রোক?

অথচ ফ্রান্সের (France vs Tunisia) জন্য সহজ ম্যাচ ছিল এটা। এইজন্য সহজ ছিল যে বুধবার মাঠে নামার আগেই তারা শেষ ষোলোয় পা রেখেছিল। তার উপর তিউনিশিয়া এমন এক প্রতিদ্বন্দ্বী যারা গ্রুপের সবথেকে নিচে দাঁড়িয়েছিল। এমনকী এই ম্যাচের আগে পর্যন্ত তাদের নামের পাশে কোনও গোল জমা হয়নি। কিন্তু প্রথমার্ধে ০-০ থাকার পর ৫৮ মিনিটে গোল করে তিউনিশিয়াকে এগিয়ে দেন ওহাবি খাজরি। প্রায় মাঝ মাঠ থেকে একার চেষ্টায় বল টেনে নিয়ে গিয়ে ফ্রান্সের বক্সে ঢুকে বাঁ পায়ের শটে ১-০ করে দেন তিনি। আল রায়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে ফ্রান্স কি এদিন ড্রয়ের জন্য নেমেছিল? প্রশ্ন উঠছে। নাহলে ৬৩ মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন করবেন কেন দিদিয়ের দেশঁ। তিনি তুলে নেন ভারান, ভেরেতুট ও কোমানকে। নামান এমবাপে, সালিবা ও রাবিয়টকে। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে কীভাবে ফ্রান্স কোচ একসঙ্গে রিজার্ভ বেঞ্চকে মাঠে নামিয়ে দেন, প্রশ্ন তুলছেন অনেকে। এতে নকআউটের আগে তাদের মনোবল কষে ধাক্কা খেল।
অস্ট্রেলিয়া কিন্তু আগাগোড়া প্রাধান্য রেখে খেলে জয় পেয়েছে। ডেনমার্ক এখন আর ড্যানিশ ডিনামাইট নয়। অস্ট্রেলিয়ার গতির সঙ্গে পাল্লা দিতে পারেননি এরিকসেনরা। ৬০ মিনিটে ম্যাথু লেকি গোল করে অস্ট্রেলিয়াকে এগিয়ে দিয়েছিলেন। এরপর ডেনমার্ক অনেক চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি। ম্যাচের পর অস্ট্রেলিয়ার উল্লাস ছিল চোখে পড়ার মতো। ডেনমার্কের ফুটবলাররা হতাশ হয়ে মাঠেই বসে পড়েন।

Latest article