বৃহস্পতিবার, হিমা কোহলি (Justice Hema Kohli) ও বিচারপতি বেলা এম ত্রিবেদিকে (Justice Bela M Trivedi) নিয়ে গঠিত ওই বেঞ্চ বসে। এদিন মোট ৩২টি মামলা তালিকাভুক্ত ছিল। তার মধ্যে ছিল ১০ জামিন সংক্রান্ত মামলা, ১০ স্থানান্তকরণের মামলা ও বাকি বিবাহ সংক্রান্ত মামলা।জানা গিয়েছে এই বেঞ্চে সব মামলা মহিলা সংক্রান্ত ছিল। এদিন কোনও রায় দেয়নি বেঞ্চ বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন-অস্বস্তি বাড়ল বিরোধী দলনেতার, ‘মানহানি’ মামলায় ১৯ ডিসেম্বর ফের শুভেন্দুকে তলব
বুধবার বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি বেলা এম ত্রিবেদিকে নিয়ে ওই বেঞ্চ গঠন করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (Justice DY Chandrachur)। এই নিয়ে তিনবার শীর্ষ আদালতে মহিলা বিচারপতির ফুল বেঞ্চ (all women bench) বসল। এর আগে ২০১৩-তে বিচারপতি জ্ঞানসুধী মিশ্র এবং বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইকে নিয়ে প্রথম সুপ্রিম কোর্টে মহিলা বিচারপতির বেঞ্চ বসে। ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর বসে বিচারপতি আর ভানুমতী এবং বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের মহিলা বেঞ্চ।
আরও পড়ুন-তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের ইনচার্জের দায়িত্বে দেবাংশু ভট্টাচার্য
এই মুহূর্তে সুপ্রিমো কোর্টে তিনজন মহিলা বিচারপতি রয়েছেন। আর ভানুমতী, ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ছাড়়াও রয়েছেন বিচারপতি বি ভি নাগরত্ন। বিচারপতি কোহলির কার্যকালের মেয়াদ ২০২৪ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত। বিচারপতি ত্রিবেদির মেয়াদ ২০২৫ সালের জুন মাস পর্যন্ত। সব ঠিকঠাক থাকলে বিচারপতি নাগরত্ন ২০২৭ সালে ৩৬ দিনের জন্য দেশের প্রথম মহিলা বিচারপতি হবেন। সুপ্রিম কোর্টে এখন বিচারপতি আছেন ২৭ জন। অনুমোদিত পদের সংখ্যা ৩৪।