অস্বস্তি বাড়ল বিরোধী দলনেতার, ‘মানহানি’ মামলায় ১৯ ডিসেম্বর ফের শুভেন্দুকে তলব

আলিপুর আদালতে নতুন করে অস্বস্তিতে পড়লেন শুভেন্দু অধিকারী।মানহানি'র মামলায় 'হাজিরা' এড়িয়েও সমস্যা মেটাতে পারলেন না।

Must read

আলিপুর আদালতে (Alipur Court)নতুন করে অস্বস্তিতে পড়লেন শুভেন্দু অধিকারী।মানহানি’র মামলায় ‘হাজিরা’ এড়িয়েও সমস্যা মেটাতে পারলেন না। আগামী ১৯ ডিসেম্বর সশরীরে হাজিরার নির্দেশ আদালতের।

আরও পড়ুন-তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের ইনচার্জের দায়িত্বে দেবাংশু ভট্টাচার্য

রাজ্যের বিরোধী দলনেতাকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের করা মানহানি মামলাতে এদিন সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল । কিন্তু তিনি হাজিরা না দিয়ে আইনজীবী মারফত আদালতে তাঁর উপস্থিতি মঞ্জুর করার আবেদন জানান শুভেন্দু। এই অবস্থায় আবেদন মঞ্জুর করেনি আলিপুর আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১৯ ডিসেম্বর সশরীরে হাজির হতে হবে শুভেন্দু অধিকারীকে।

আরও পড়ুন-রাজ্যপালের মুখে প্রশংসা রাজ্যের: বললেন, দেশকে পথ দেখাবে বাংলা

উল্লেখ্য এ বছর জুন মাসে একটি জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন শুভেন্দু। সভায় তিনি দাবি করেন, ‘দুর্নীতি করে হাজার কোটি টাকার মালিক হয়েছেন’ অভিষেকের বাবা। সেই মন্তব্যের পরেই শুভেন্দুকে ক্ষমা চাইতে বলা হয়। আইনজীবী মারফত নোটিস পাঠান। তার পরে কাজ না হওয়ায় মানহানির মামলা দায়ের করেন।

Latest article