অমিতাভ ব্রহ্ম, দোহা: আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচ নিয়ে বিশেষজ্ঞরা অনেক কিছু লিখবেন। একজন ফুটবলপ্রেমী হিসেবে আমি কিন্তু মুখিয়ে ছিলাম লিওনেল মেসি ও রবার্ট লেয়নডস্কির লড়াই দেখার জন্য। মেসিকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। তবে লেয়নডস্কি এ বছরই যোগ দিয়েছেন মেসির পুরনো ক্লাব বার্সেলোনায়। ক্লাব ফুটবলে ১৮ গোল করে বিশ্বকাপ খেলতে এসেছিলেন লেভা। তার উপরে আবার আগের ম্যাচেই বিশ্বকাপের প্রথম ব্যক্তিগত গোলের স্বাদ পেয়েছিলেন। তাই এই ম্যাচে তিনি কেমন খেলেন, তা দেখার কৌতূহল ছিল।
আরও পড়ুন-অ্যাডভাইসারি কমিটিতে এলেন অশোক-যতীন
কিন্তু বলতে বাধ্য হচ্ছি, লেয়নডস্কি হতাশ করলেন। একবারও গোল করার মতো জায়গায় পৌঁছতে পারেননি। বরং পেনাল্টি মিস করলেও গোটা ম্যাচে দাপিয়ে বেড়ালেন মেসি। ম্যাচের শেষ দিকে দেখলাম মেসিকে আটকাতে গিয়ে ফাউল করে বসলেন লেয়নডস্কি। সেই সময় মেসিকে দেখে মনে হচ্ছিল রীতিমতো রেগে গিয়েছেন। তবে ম্যাচের পর দুই মহাতারকাকেই দেখালাম একে অন্যের সঙ্গে হাত মেলাতে।
এখানকার বাঙালিরা কিন্তু বুধবার রাতের পর থেকেই আর্জেন্টিনা-ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের স্বপ্ন দেখতে শুরু করেছে। আগেই লিখেছি, এই দুটো দলের সমর্থকই এখানে সবথেকে বেশি। শেষ পর্যন্ত কী হবে, তা জানি না। তবে এমন একটা স্বপ্নের ফাইনাল হলে মন্দ হয় না! সেদিন এখানকার বাঙালিরা আবার দু’টো শিবিরে ভাগ হয়ে মেসি-নেইমারের জন্য গলা ফাটাবে।
আরও পড়ুন-না, এ স্বাদের ভাগ হবে না, অন্য চোখে বিশ্বকাপ
এদিকে, আর্জেন্টিনা শিবির আবার দারুণ চটে রয়েছে বিশ্বকাপের ক্রীড়াসূচি নিয়ে। শনিবার রাতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলবেন মেসিরা। অর্জেন্টিনা কোচ লিওনেল স্কোলোনি তো পোল্যান্ড ম্যাচ জেতার পর রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন এ নিয়ে। স্কালোনির বক্তব্য, ‘‘মাত্র ৭২ ঘণ্টার মধ্যে আরও একটা ম্যাচ খেলতে হচ্ছে আমাদের। তাও আবার বিশ্বকাপের নকআউটের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ! গোটাটাই উন্মাদের মতো ঘটনা। এই সূচি আমার মাথায় ঢুকছে না।’’