হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তীর (Souvik Chakraborty) উদ্যোগে পরিবারে ফিরল বালক। শুক্রবার, বেলা ১টা ১৫ নাগাদ সৌভিক চক্রবর্তী হঠাৎ লক্ষ্য করেন স্কুল ইউনিফর্ম পরা একটি ছোট ছেলে স্ট্র্যান্ড রোড এবং এমজি রোডের মোড়ের কাছে ফুলের বাজারের কাছে কাঁদছে। জিজ্ঞাসাবাদে যায় যে, শ্রী জৈন বিদ্যালয়ের ক্লাস ফাইভের ছাত্র। বাড়ি সালকিয়ার শ্রীমানি বাগান লেনে। অভিযোগ, এদিন স্কুল থেকে বেরিয়ে সে দেখতে পায় স্কুল বাস তাকে ছাড়াই চলে গিয়েছে। সে দিশাহীন ভাবে ঘোরাফেরা করেছে। এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে বাড়িতে ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু শিশুটি ভয়ে জোরে কান্না জুড়ে দিলে সেই ব্যক্তিকে তাঁকে স্ট্র্যান্ড রোডে একা রেখে পালিয়ে যান। সেই অবস্থায় তাকে এই অবস্থায় উদ্ধার করেন ওসি। ছেলেটিকে বিস্কুট ও জল দিয়ে শান্ত করেন। হাওড়া ব্রিজ টিপি গার্ডের অফিসে নিয়ে যান সৌভিক (OC Souvik Chakraborty)। সালকিয়া থেকে তার বাবা-মাকে ডেকে এনে সঠিক পরিচয় যাচাইয়ের পর শিশুটিকে তাঁদের হাতে তুলে দেওয়া হয়। উদ্বিগ্ন অভিভাবকরা হারানো ছেলেকে নিরাপদে ও সুস্থভাবে ফিরে পেয়ে আপ্লুত। সৌভিক চক্রবর্তীর এই মানবিক পদক্ষেপের জন্য তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন দম্পতি।
আরও পড়ুন: কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে উন্মাদনা তুঙ্গে