সেজে উঠছে শহর থেকে গ্রাম, আজ জনসমুদ্রে ভাসতে চলেছে কাঁথি

অভিষেকের সভা ঘিরে উন্মাদনা

Must read

প্রতিবেদন : কাঁথির মেগা জনসভাকে (Abhishek Banerjee- Kanthi) ঘিরে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ শনিবার কাঁথির এই সভা থেকে সাংগঠনিক ও রাজনৈতিক বার্তা দেবেন। এই জেলায় দলের নেতা-কর্মী-সমর্থকরা তো বটেই, জেলার সাধারণ মানুষও অধীর আগ্রহে অপেক্ষায় এই সভা থেকে কী বার্তা দেন। আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে নিঃসন্দেহে যা পূর্ব মেদিনীপুর জেলা ছাড়িয়ে বঙ্গ রাজনীতির আঙিনাতেও ঝড় তুলবে। আগামী দিনে রাজ্য-রাজনীতির চর্চার বিষয় হয়ে উঠবে। তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতা সাংসদ ও দলবদলু বিজেপি নেতাদের বাড়ির ১০০ মিটারের মধ্যে কলেজ মাঠে এই মেগা সভা। ভয় পেয়ে সভা বন্ধের আর্জি নিয়ে আদালতে গিয়েছিলেন বীরপুঙ্গব বিরোধী দলনেতা। আবেদন খারিজ হয়ে গিয়েছে। এর আগে ভগবানপুর ২-এ দলের নেতা মিহির ভৌমিকের ওপর হামলা চালানো হয় এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে। তাঁকে বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। আরও এক নেতাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছিল ফোনে। অভিষেকের সভায় যতরকম ভাবে বাগড়া দেওয়া যায় সব করা হয়েছে। কিন্তু সব চেষ্টা বৃথা। যাবতীয় অপচেষ্টাকে হেলায় সরিয়ে দিয়ে আজ জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ মিছিল করে উৎসবের মেজাজে কাঁথির জনসভায় যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে। জনতার পায়ে পায়ে আজ অবরুদ্ধ হবে কাঁথি। জনসমুদ্রে ভাসবে কলেজ মাঠ। শুক্রবার দিনভর এই সভার প্রস্তুতি তদারকি করেন মন্ত্রী অখিল গিরি, যুব নেতা সুপ্রকাশ গিরি-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বিকেলে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখেন দলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। ছিলেন কাঁথি ও তমলুক সাংগঠনিক জেলার দুই চেয়ারম্যান, তরুণ মাইতি ও সৌমেন মহাপাত্র, কাঁথি সাংগাঠনিক জেলার চেয়ারম্যান অভিজিৎ দাস, এইচডিএ-র চেয়ারম্যান জ্যোতির্ময় কর, জেলা সভাধিপতি উত্তম বারিক। মহিলা তৃণমূলের সভানেত্রী ও ছাত্র-যুব নেতৃত্ব। প্রস্তুতি খতিয়ে দেখার সঙ্গে নিজেরা একপ্রস্থ আলোচনা সেরে নেন সভার যাবতীয় খুঁটিনাটি বিষয়ে। সভা আটকাতে বিরোধী দলনেতার আদালতে মামলা করা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুণাল বলেন, অভিষেক-ফোবিয়ায় ভুগছে শুভেন্দু। এই সভা ঠেকাতে গিয়েছিল,পারল না। ডিসেম্বর নিয়ে বড় বড় কথা বলছে আর শনিবার ডায়মন্ড হারবার ছুটছে সভা করতে। তাঁর সংযোজন, তৃণমূলের প্রতীকে যারা সাংসদ হয়ে রয়েছে তাদের গায়ে মিনিমাম কৃতজ্ঞতার রক্ত থাকলে তাদের উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দেওয়া। একই সঙ্গে তাঁর বক্তব্য, কাঁথি সাংগঠনিক জেলা থেকেই যে-পরিমাণ মানুষ আসবেন তাতেই উপচে পড়বে, কলেজ মাঠ।

আরও পড়ুন-বিশেষভাবে সক্ষম মানুষের পাশে তৃণমূল সরকার

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee- Kanthi) মেগা জনসভাকে কেন্দ্র করে কাঁথি সেজে উঠেছে। লাগানো হয়েছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরাট ছবি। রাস্তা জুড়ে লাগানো হয়েছে ‘স্বাগতম অভিষেক বন্দ্যোপাধ্যায়’ লেখা বিশাল ব্যানার। এ ছাড়াও অসংখ্য কাট-আউট। ইতিমধ্যেই দলের বহু কর্মী-সমর্থক কাঁথি আসতে শুরু করেছেন। অনেকেই এই দিন কলেজ মাঠের সভাস্থল পরিদর্শন করে যান। দেখা যাবে সমপরিমাণ মানুষ থাকবেন মাঠের বাইরে।

Latest article