বিশেষভাবে সক্ষম মানুষের পাশে তৃণমূল সরকার

Must read

বিশেষভাবে সক্ষম মানুষদের সব ধরণের সুযোগ সুবিধার দিকে নজর দেওয়ার পাশাপাশি এবার তাঁদের আয়ের উৎসের কথা মাথায় রেখে প্রত্যেক বছরের মতো এই বছরেও আয়োজিত হল ‘রোজগার মেলা ২০২২’ (Rojgaar Mela 2022)। রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে কলকাতার হেদুয়ার আজাদ হিন্দ বাগ পার্কে এই মেলার উদ্বোধন করলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)।

আরও পড়ুন: তৃণমূল উপ-প্রধানের উপর হামলা বিজেপির, হাসপাতালে গেলেন কুণাল ঘোষ

প্রতি বছর ৩ ডিসেম্বর বিশেষভাবে চাহিদা সম্পন্ন ব্যক্তিদের কথা মাথায় রেখে তাঁদের উদ্দেশ্যে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়। তার আগেই ২ ডিসেম্বর থেকে বিশেষ ভাবে সক্ষমদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রোজগার মেলার (Rojgar Mela 2022) আয়োজন করা হয় কলকাতায়। আর এবছর অর্থাৎ ২০২২ সালে এই মেলার আয়োজন করা হল হেদুয়ার কলেজ স্কোয়ারে। নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দফতর পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আয়োজিত এই মেলার পরিচালনার দায়িত্বে আছেন শশী পাঁজা। শুক্রবারের অনুষ্ঠানে তিনি নিজে উপস্থিত থেকে মেলায় আয়োজিত সব স্টল ঘুরে দেখেন এবং সকলের সঙ্গে কথা বলে তাঁদের সুযোগ সুবিধার কথা জানতে চান। বিভিন্ন বয়সের বিশেষ ভাবে সক্ষম মানুষ এবং ভবঘুরে মানুষের অংশগ্রহণে এই মেলা অত্যন্ত আকর্ষণীয় হয়ে ওঠে সবার কাছে। মন্ত্রী নিজেই মেলা প্রাঙ্গণ ঘুরে হস্তশিল্পের কাজ দেখেন। এই বছর ১৪ টি সংস্থা স্টল দিয়েছে এই মেলায়। ২ এবং ৩ ডিসেম্বর দুদিন ধরে চলবে এই রোজগার মেলা ২০২২।

Latest article